Virat Kohli: বিশ্বকাপের মরণ-বাঁচন ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারত ও অস্ট্রেলিয়া (IND vs AUS)। ভারতীয় দলের সামনে বড় চ্যালেঞ্জ হতে চলেছে আজকের এই মাচটি। আজকের ম্যাচে হারলেই আংশিক বিদায় অস্ট্রেলিয়ায়। অন্যদিকে ভারতীয় দলের কাছে হেরে গেলেও আফগানিস্তান বনাম বাংলাদেশ (AFG vs BAN) ম্যাচের উপর নজর রাখতে হবে। আজকের ম্যাচের কথা বলতে গেলে, বড় ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ান অধিনায়ক মিচেল মার্স (Mitchell Marsh)।
খাতা না খুলেই প্যাভিলিয়নে ফিরলেন বিরাট
আজকের ম্যাচেও আবার রোহিত-বিরাটের ওপেনিং জুটিতে ভরসা রাখলো টিম ইন্ডিয়া। চলতি বিশ্বকাপে দুই কিংবদন্তির ব্যাট তুলনামূলক ভাবে শান্ত। অজি দলের হয়ে আজকের ম্যাচে কামব্যাক করেন বামহাতি পেসার মিচেল স্টার্ক। প্রথম ওভারে একটি চারের মাধ্যমে ইনিংসের সূচনা করেন রোহিত। তবে দ্বিতীয় ওভারে অঘটন ঘটে ভারতীয় দলের। জশ হ্যাজেলউড (Josh Hazlewood) প্রথম ওভারে ভারতীয় দলের কিংবদন্তি ব্যাটসম্যান বিরাট কোহলিকে প্যাভিলিয়নে ফিরিয়ে দেন।
কয়েকটি ভালো শট খেলেও শটের কোনো দাম পাচ্ছিলেন না বিরাট (Virat Kohli)। যে কারণে পাওয়ার প্লের ফায়দা তুলে বড় শট খেলতে যান বিরাট, হ্যাজেলউডের শর্ট পিচ বলে পুল খেলতে গিয়ে উইকেট হারান বিরাট। ৫ বল খেলে খাতা না খুলেই প্যাভিলিয়নে ফিরতে হলো বিরাটকে।