মেগা ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান (IND vs PAK)। আজকের ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তানি ক্যাপ্টেন বাবর আজম (Babar Azam)। বৃষ্টির কারণে আজকের ম্যাচটি শুরু হতেই লেগে যায় অতিরিক্ত ৫০ মিনিট। ৮.৫০ মিনিটে শুরু হয়ে যায় ভারত-পাকিস্তান মেগা ম্যাচ।
আজকের ম্যাচেও ওপেনিং করতে আসেন ভারতীয় দলের অধীনয়ায়ক রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলি (Virat Kohli)। প্রথম ওভারে শাহীন আফ্রিদির মুখোমুখি হন রোহিত শর্মা, প্রথম বলেই ২ রান নিয়ে ইনিংসের সূচনা করেন তিনি। প্রথম ওভারেই ছক্কা হাঁকিয়ে আজকের ম্যাচে ভারতীয় দলের আক্রমণাত্মক মনোভাব প্রকাশ করে দেন।
৪ রান বানিয়েই নিজের উইকেট হারান বিরাট
প্রথম ওভারে রোহিতের ব্যাট থেকে এসেছিল ৮ রান এবং দ্বিতীয় ওভারের শুরুতেই ক্যাপ্টেন বাবর নাসিম শাহের হাতে বল তুলে দেন। তবে দ্বিতীয় ওভারের শুরুর আগেই বৃষ্টি এসে যায় এবং দুই দলকে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হয়। এই পরিস্থিতিতে লম্বা সময় অপেক্ষার পর খেলা শুরু হলে এবং প্রথম বলেই ট্রেডমার্ক কভার ড্রাইভে চার হাঁকিয়ে ইনিংসের সূচনা করেন বিরাট।
তবে ওভারের দ্বিতীয় বলেই ব্যাকফুট পাঞ্চ মারতে গিয়েই পয়েন্টে দাঁড়িয়ে থাকা উসমান খানের হাতে সহজ ক্যাচ তুলে দেন বিরাট। মাত্র ৪ রান বানিয়েই প্যাভিলিয়নে ফেরেন বিরাট, ১.৩ ওভার শেষে ভারতীয় দল ১২ রানে হারিয়ে ফেলে প্রথম উইকেট।