২০০৮ সালে বিরাট কোহলি (Virat Kohli) যখন প্রথমবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জার্সি গায়ে আইপিএল খেলতে নেমেছিলেন, তখন তিনি বছর উনিশের কিশোর। এরপর কেটে গিয়েছে দেড় দশকেরও বেশী সময়। ব্যাট হাতে একের পর এক নজির গড়ে বিরাট জায়গা করে নিয়েছেন ক্রিকেট ইতিহাসের শ্রেষ্ঠতমদের তালিকায়। কিন্তু এখনও বেঙ্গালুরুর সঙ্গে সম্পর্ক অটুট তাঁর। টুর্নামেন্টের ইতিহাসে একমাত্র ক্রিকেটার হিসেবে টানা আঠারো মরসুম একই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলার নজির গড়েছেন তিনি। দীর্ঘ সময় ট্রফিহীন থাকা সত্ত্বেও দলবদলের পথে হাঁটেন নি। বরং তিনি যে আরসিবি’র হয়ে খেলেই অবসর নিতে চান, তা স্পষ্ট করেছেন একাধিক সাক্ষাৎকারে। কিন্তু বিরাটে’র (Virat Kohli) সেই স্বপ্ন আদৌ পূরণ হবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে ২০২৬ মরসুমের আগে। ২০২৫-এ ট্রফিজয় সত্ত্বেও প্রথমবার তৈরি হয়েছে কোহলির বেঙ্গালুরু ত্যাগের সম্ভাবনা।
Read More: টি-২০তে ফিরছেন শুভমান গিল, প্রশ্নের মুখে এই তিন ক্রিকেটারের কেরিয়ার !!
নিলামে নাম লেখাবেন কোহলি-

আইপিএলের প্রথম সতেরো মরসুমে ট্রফিহীন ছিলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। বেশ কয়েকবার ফাইনাল খেললেও শেষ অবধি খেতাবের স্বাদ পায় নি তারা। অবশেষে শিকে ছিঁড়েছিলো ২০২৫-এ। আহমেদাবাদের মাঠে পাঞ্জাব কিংস-কে হারিয়ে খেতাব জিতেছিলেন বিরাট কোহলি’রা (Virat Kohli)। দীর্ঘ অপেক্ষার পর স্বপ্নপূরণ-তাই স্বাভাবিক কারণেই বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতেছিলেন ক্রিকেটাররা। খেতাবজয়ের পরের দিন সমর্থকদের সাথে সাফল্য উদ্যাপনের সিদ্ধান্ত নেয় ফ্র্যাঞ্চাইজি। ঠিক হয় চিন্নাস্বামী স্টেডিয়ামে আয়োজিত হবে একটি বিশেষ অনুষ্ঠান। কিন্তু সেই অনুষ্ঠান আয়োজন করতে গিয়েই ঘটে যায় বড়সড় দুর্ঘটনা। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় চিন্নাস্বামীর প্রবেশপথে দেখা গিয়েছিলো প্রবল বিশৃঙ্খলা। হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মারা যান ১১ জন। আহত হন বহু। ট্রফিজয়ের আনন্দ মুহূর্তে বদলে যায় স্বজনহারানোর কান্নায়।
পদপিষ্ট হয়ে প্রাণহানির ঘটনার পর আতসকাঁচের নীচে রয়্যাল চ্যালেঞ্জার্স (RCB) ফ্র্যাঞ্চাইজি। এফআইআর দায়ের হয়েছে তাদের বিরুদ্ধে। প্রাথমিক তদন্ত রিপোর্টে তাদের দিকেই আঙুল তুলেছে কর্ণাটক সরকার নিয়োজিত তদন্ত কমিটি। যদি আদালতে দোষী সাব্যস্ত হয় ফ্র্যাঞ্চাইজি, সেক্ষেত্রে বড়সড় শাস্তির মুখে পড়তে হতে পারে তাদের। আইপিএল থেকে কয়েক মরসুমের জন্য নির্বাসিতও হতে পারে আরসিবি। সেক্ষেত্রে বাধ্য হয়েই নয়া দলে নাম লেখাতে হবে বিরাট কোহলি-সহ বেঙ্গালুরুর বাকি খেলোয়াড়দেরও। যদি সত্যিই নভেম্বর বা ডিসেম্বরের ‘মিনি’ নিলামে অংশ নেন, তাহলে তাঁর দাম কত হতে পারে তা নিয়ে ইতিমধ্যে চর্চাও শুরু হয়ে গিয়েছে। এখনও অবধি আইপিএল ইতিহাসে সর্বোচ্চ দর পেয়েছেন ঋষভ পন্থ। ২৭ কোটিতে তাঁকে দলে সামিল করেছিলো লক্ষ্ণৌ সুপারজায়ান্টস। কোহলি (Virat Kohli) সেই রেকর্ড ভেঙে দেবে বলেই মত বিশেষজ্ঞদের।
Imagine Virat Kohli Coming to IPL 2026 Auction.
– What will be his price? #ViratKohli #IPL pic.twitter.com/d1LPMRiSQg
— Anil Kumar (@Anilkumarsports) August 10, 2025
বিরাট কোহলির পরিসংখ্যান-

২০০৮ থেকে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন বিরাট কোহলি (Virat Kohli)। শুরুটা করেছিলেন ওয়ান ডে দিয়ে। এরপর অন্য দুই ফর্ম্যাটেও নিয়মিত হয়ে ওঠেন তিনি। ১২৩ টেস্টে প্রায় ৪৭ গড়ে ৯২৩১ রান করে অবসর নিয়েছেন ডান হাতি ব্যাটার। শতরানের সংখ্যা ৩০, অর্ধশতক ৩১টি। ওয়ান ডে’তে অনেকেই ‘সর্বকালের সেরা’ আখ্যা দেন তাঁকে। ৩০২ ম্যাচে ৫৭.৮৮ গড়ে করেছেন ১৪১৮১ রান। শতকের সংখ্যা ৫১, অর্ধশতক ৭৪ টি। পঞ্চাশের ওভারের ফর্ম্যাটে খোদ শচীন তেন্ডুলকরকেও শতক সংখ্যার নিরিখে পিছনে ফেলেছেন বিরাট (Virat Kohli)। টি-২০ ক্রিকেটে তিনি দেশের প্রতিনিধিত্ব করেছেন ১২৫ টি ম্যাচে। ৪৮.৬৯ গড়ে রানসংখ্যা ৪১৮৮। ১টি শতরান ও ৩৮টি অর্ধশতক করেছেন তিনি। আইপিএলেও সর্বোচ্চ রান সংগ্রাহক কোহলি। ২৬৭ ম্যাচে ৮টি শতক ও ৬৩ অর্ধশতক-সহ তাঁর ঝুলিতে ৮৬৬১ রান।