ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত (IND vs ENG) যে টেস্ট সিরিজ খেলেছিলো সেখানে দেখা যায় নি বিরাট কোহলিকে (Virat Kohli)। পুত্র অকায়ের জন্মের কারণে পিতৃত্বকালীন ছুটিতে ছিলেন তিনি। লন্ডন উড়ে গিয়েছিলেন গিয়েছিলেন স্ত্রী অনুষ্কা শর্মা’র পাশে থাকার জন্য। আসন্ন বাংলাদেশ সিরিজেই লাল বলের ফর্ম্যাটে ফিরছেন তিনি। চেন্নাই ও কানপুরের মাঠে ব্যাট হাতে নামবেন তিনি। আইপিএলে কমলা টুপি জয়ের পর তাঁর ফর্ম খানিক পড়তির দিকে। টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) একমাত্র ফাইনালের ৭৬ ছাড়া উল্লেখযোগ্য রান নেই। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজেও চেনা ছন্দে দেখা যায় নি কোহলিকে (Virat Kohli)। টাইগার্সদের বিপক্ষে নিজেকে ফিরে পাওয়াই আপাতত লক্ষ্য ভারতীয় মহাতারকার। সেই জন্যই চিপক স্টেডিয়ামে কড়া অনুশীলনে নিজেকে ডুবিয়ে রাখতে দেখা গিয়েছে তাঁকে।
Read More: হবু স্বামীর সাথে মুম্বাই ফিরলো হার্দিকের প্রাক্তন স্ত্রী, সমাজ মাধ্যমে ভাইরাল ভিডিও !!
স্টেডিয়াম ভাঙলেন ‘বাহুবলী’ বিরাট-
বাংলাদেশ সিরিজের প্রস্তুতির জন্য অনুশীলন শিবির শুরু করেছে টিম ইন্ডিয়া (Team India)। এর আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ ও ওডিআই’তে দায়িত্ব সামলালেও কোচ হিসেবে টেস্ট ক্রিকেটে প্রথমবার ভারতীয় ডাগ-আউটে বসতে চলেছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। কেমন স্ট্র্যাটেজি সাজাতে চলেছেন তিনি, তার আভাস মিলতে পারে এই অনুশীলন শিবিরে। পাকিস্তানকে হারিয়ে ভারতের মাটিতে পা দিয়েছে বাংলাদেশ। তাঁদের হাল্কাভাবে নিচ্ছে না ‘মেন ইন ব্লু’। পুরোদমে চলছে অনুশীলন। কোহলির (Virat Kohli) পাশাপাশি এই সিরিজে ভারতীয় দলে প্রত্যাবর্তন ঘটাচ্ছেন রবীন্দ্র জাদেজা, জসপ্রীত বুমরাহ, ঋষভ পন্থের মত তারকাও। কৌতূহল রয়েছে তাঁদের নিয়েও। কিন্তু সকলকে ছাপিয়ে গিয়ে শনিবার সংবাদমাধ্যমের শিরোনাম কেড়ে নিলেন ‘কিং কোহলি’ই।
ব্যাটিং অনুশীলন সারছিলেন বিরাট (Virat Kohli)। লাল বলের বিরুদ্ধেও বিস্ফোরক মেজাজে দেখা গেলো তাঁকে। কোহলির ছক্কা উড়ে গিয়েছিলো মাঠের বাইরে। তা আছড়ে পড়ে চিপক স্টেডিয়ামের একটি দেওয়ালে। শটের তীব্রতায় দেওয়ালের একাংশই ভেঙে যায়। মহাতারকার ধ্বংসযজ্ঞের সেই ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ’ও করেছে বিসিসিআই। অনুশীলনে যে ইঙ্গিত মিলেছে তাতে স্পষ্ট যে রান পেতে মুখিয়ে রয়েছেন কোহলি (Virat Kohli)। বর্তমানে তাঁর টেস্ট রানের সংখ্যা ৮৮৪৮। ১০০০০-এর মাইলস্টোন স্পর্শ করতে প্রয়োজন ১১৫২ রান। আগামী তিন মাসের মধ্যে ১০টি টেস্ট খেলবে ভারতীয় দল। গাওস্কর, শচীন, দ্রাবিড়ের পর চতুর্থ ভারতীয় হিসেবে দশ হাজারি ক্লাবের সদস্য হওয়ার দিকে দ্রুত এগিয়ে যেতে চাইবেন বিরাট (Virat Kohli)।
দেখে নিন ভিডিও-
Asteroid landed in Chepauk stadium#INDvsBAN #ViratKohli #ViratKohli𓃵 #Virat pic.twitter.com/IVxALXCWbd
— Jr.VK (@simhadri03) September 15, 2024
মিডল অর্ডারে রাহুল, প্রকাশ্যে ভারতীয় ব্যাটিং লাইন-আপ-
বাংলাদেশের বিরুদ্ধে আগামী ১৯ তারিখ থেকে চেন্নাইতে টেস্ট খেলতে নামবে টিম ইন্ডিয়া। কেমন হতে চলেছে কোচ গম্ভীরের দলের ব্যাটিং লাইন-আপ? প্রশ্নের উত্তর মিলেছে ক্রিকেটমহল সূত্রে। মনে করা হচ্ছে ওপেনিং-এ যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) ও রোহিত শর্মাকেই (Rohit Sharma) রাখা হতে পারে। ইংল্যান্ডের বিরুদ্ধে অবিশ্বাস্য ছন্দে ছিলেন যশস্বী। বাংলাদেশের বিপক্ষেও ট্রাম্প কার্ড হতে পারেন তরুণ তুর্কি। তিনে দেখা যেতে পারে শুভমান গিল’কে (Shubman Gill)। চার নম্বরে নিজের জায়গা ফিরে পাচ্ছেন বিরাট কোহলি (Virat Kohli)। পাঁচ নম্বরে খেলা নিয়ে প্রতিদ্বন্দ্বীতা ছিলো কে এল রাহুল ও সরফরাজ খানের মধ্যে। তরুণ সরফরাজের বদলে অভিজ্ঞ রাহুলেই (KL Rahul) আস্থা রাখছে দল। ছয়ে দেখা যেতে পারে উইকেটরক্ষক-ব্যাটার ঋষভ পন্থ’কে (Rishabh Pant)। ২১ মাসের বিরতির পর টেস্টের আসরে ফিরতে চলেছেন তিনি।