Virat Kohli Didn’t Sign RCB Contract

আন্তর্জাতিক ক্রিকেটের পর এবার আইপিএলের মঞ্চেও অনিশ্চিত বিরাট কোহলি (Virat Kohli)। সূত্রের দাবি, এবার আইপিএল থেকেও বিদায় নিতে চলেছেন বিরাট। ক্রিকেট মহলে এখন বিরাটের এই সিদ্ধান্ত নিয়ে তোলপাড়। ক্রিকেট মহলে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে—আর দেখা যাবে তো কিং কোহলিকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সিতে? দীর্ঘ ১৮ বছরের প্রতীক্ষার ফল কোহলি পেয়েছিলেন ২০২৫ সালে। ২০২৫ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স দল ছিল সম্পুর্ন ভিন্ন। গত মৌসুমে, রয়্যাল চ্যালেঞ্জার্স দল (RCB) এক অসাধারণ প্রত্যাবর্তন দেখিয়েছিল। দল অধিনায়ক রজত পতিদারের (Rajat Patidar) নেতৃত্বে প্রথম আইপিএল খেতাব জয় করলো রয়্যাল চ্যালেঞ্জার্স দল।

ট্রফি জিতেও চুক্তিবদ্ধ হলেন না বিরাট কোহলি

patidar-gesture-for-kohli-wins-hearts
Virat Kohli and Rajat Patidar | Image: Getty Images

আইপিএল খেতাব (IPL Trophy) জিতেও আরসিবির সঙ্গে চুক্তি বাড়াতে চাইছেন না বিরাট কোহলি। ভারতীয় দলের তারকা ক্রিকেটার বিরাট কোহলিকে আইপিএল ফাইনালের (IPL Final) পর আর দেখতে পাওয়া যায়নি। ভারতীয় দলের তারকা ক্রিকেটার বিরাট কোহলি ইতিমধ্যেই টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। এবার বিরাটের আইপিএল খেলা নিয়েও তৈরি হয়েছে সংশয়। সূত্রের দাবি, ব্যাঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজির (RCB) সঙ্গে চুক্তিতে অস্বীকার জানালেন কোহলি।

Read More: শুধু জয়সওয়াল নয়, এই খেলোয়াড়ের সাথেও শত্রুতা করে রান আউট করেছিল শুভমান গিল !!

আসলে, ব্যাঙ্গালুরুর সঙ্গে যুক্ত এক বড় সংস্থার সঙ্গে নিজের চুক্তির মেয়াদ বাড়াতে রাজি হননি কোহলি। এই সংস্থাটি গত কয়েক বছর ধরে আইপিএলে আরসিবির প্রধান বাণিজ্যিক অংশীদার। ২০২৬ সালের জন্যও বিরাটকে নতুন চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু কোহলি সেটিকে প্রত্যাখ্যান করেছেন। বারবার সেই সংস্থাকে অপেক্ষা করার কথা বলেছেন। আর এখানেই জন্ম নিয়েছে অবসরের জল্পনা। ব্যাঙ্গালুরু কতৃপক্ষ কোহলিকে প্রচারের মুখ বানাতে চাইছে। তবে, প্রচারের মুখ হতে অনরাজি বিরাট কোহলি। বিরাট নাকি আর নিজের মুখ বা ব্র্যান্ডকে আইপিএলের সঙ্গে যুক্ত করতে চান না।

IPL থেকে অবসর নেবেন কোহলি

Virat kohli, বিরাট কোহলি
Virat Kohli | Image: Twitter

কোহলির ঘনিষ্ঠ সূত্রের দাবি, তিনি মহেন্দ্র সিং ধোনির পথ অনুসরণ করতে চান না। ধোনি যেমন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরেও আইপিএল খেলা চালিয়ে যাচ্ছেন তেমনটা করবেন না কোহলি বরং তাঁর বিশ্বাস, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর আইপিএল খেলে যাওয়া ঠিক নয়। প্রসঙ্গত, ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে জেতানোর পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে বিদায় নিয়েছিলেন কোহলি। এমনকি, এবারের মাঝেই টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নেন কোহলি। বর্তমানে পরিবার নিয়ে লন্ডনে রয়েছেন কোহলি। দীর্ঘ বিশ্রামের পর আসন্ন অস্ট্রেলিয়া সফরের ওয়ানডে সিরিজে আবারও জাতীয় দলে দেখা যাবে তাঁকে।

Read Also: রোহিত-বিরাট অবসর নিতেই মাঠে মারা যাচ্ছে BCCI, হচ্ছে কোটি কোটি টাকার লোকসান !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *