IPL 2025: নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংসের মধ্যে আজকের আইপিএল ২০২৫’এর মঞ্চে মুখোমুখি হয়েছে। চেন্নাইয়ের চেপকে আজ মুখোমুখি হয়েছে দুই দল। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কলকাতা নাইট রাইডার্স দলের অধিনায়ক অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। এবারের আইপিএলে দুই দল পাঁচটি করে ম্যাচ খেলে ফেলেছে।
আজকের ম্যাচে ঋতুরাজ গাইকোয়ার্ড’এর (Ruturaj Gaikwad) বদলে মহেন্দ্র সিং ধোনিকে (MS Dhoni) চেন্নাই সুপার কিংস দলের অধিনায়ক হিসেবে দেখতে পাওয়া যাচ্ছে। ঋতুরাজের বদলে চেন্নাই দলে আজ সুযোগ পেয়েছেন রাহুল ত্রিপাঠি এবং আনসুল কম্বোজ এসেছেন মুকেশ কুমারের জায়গায়।
বিজয় শংকরের ক্যাচ ফেললেন ভেঙ্কটেশ আইয়ার

টস হেরে প্রথমে ব্যাটিং করতে এসে দুই কিউই তারকা শুরুতেই উইকেট হারিয়ে ফেলেন। মঈন আলীর (Moeen Ali) বলে প্যাভিলিয়নে ফেরেন দেভন কনওয়ে। ১১ বলে দুটি চারের বিনিময়ে ১২ রান বানান কনওয়ে। এরপর হার্ষিত রানা (Harshit Rana) রাচিন রবীন্দ্রকে ৯ বলে ৪ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরান।
আজ চারে ব্যাটিং করতে আসেন বিজয় শংকর (Vijay Shankar)। হার্ষিত রানার প্রথম বল মিস করেন শংকর, পরের বলেই মিড অফের উপর দিয়ে শট খেলতে যান শংকর। তবে, বলটি ঠিকঠাক তার ব্যাটে না লেগে উপরের দিকে উঠে আসে। তবে শর্ট মিড অফে দাঁড়িয়ে থাকা সুনীল নারিন সহজ ক্যাচ ফেলে দেন। প্রথম বার জীবনদান পাওয়ার পর আবার একবার হার্ষিত রানার দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে আবার ক্যাচ তোলেন বিজয়। এবারের ক্যাচটি আরও সহজ ছিল, তবে সেটি ধরতে সম্পূর্ণরূপে ব্যার্থ হন ভেঙ্কটেশ আইয়ার। বিজয় দুবার সুযোগ পেয়েও কলকাতার দুঃখের কারন হয়ে উঠতে পারেননি। তিনি, ২১ বলে দুটি চার ও ১টি ছক্কায় ২৯ রানে প্যাভিলিয়নে ফেরেন।