মিনি নিলামে অবিক্রিত থাকবেন ভেঙ্কটেশ আইয়ার, কোনো ফ্র্যাঞ্চাইজি কিনতে আগ্ৰহী নন তারকাকে !! 1

বিশ্ব ক্রিকেটে আইপিএল (IPL 2026) অন্যতম সফল টুর্নামেন্ট হিসেবে প্রতিবছর নতুন করে দৃষ্টান্ত তৈরি করছে। এই টুর্নামেন্টের জনপ্রিয়তা এবং গুণগতমান অনান্য লিগকে ইতিমধ্যেই পিছনে ফেলেছে। ফলে দেশের এবং বিদেশের অসংখ্য ক্রিকেটার ভারতের সফল এই লিগে অংশগ্রহণ করার জন্য আগ্রহ প্রকাশ করে থাকে। এই টুর্নামেন্ট তরুণ ক্রিকেটারদের আত্মপ্রকাশ করার অন্যতম মঞ্চ হয়ে উঠেছে। খুব কম সময়ের মধ্যে এখান থেকে জনপ্রিয়তা অর্জন করেন তারা। আবার অনেকেই ধারাবাহিকতা ধরে রাখতে না পেরে হারিয়ে যান। এবার আসন্ন মিনি নিলামে ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer) অবিক্রিত থাকতে চলেছেন বলে খবর সামনে এসেছে।

Read Also: টিম ইন্ডিয়ার জন্য খারাপ খবর, ব্যক্তিগত কারণে দল ছাড়লেন জসপ্রীত বুমরাহ !!

অবিক্রিত থাকবেন ভেঙ্কটেশ-

Venkatesh Iyer, ipl 2025
Venkatesh Iyer | Image: Getty Images

২০২১ সাল থেকে শেষ মরসুম পর্যন্ত ভেঙ্কটেশ আইয়ার কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) সদস্য ছিলেন। এই দলের হয়ে তাকে একাধিক গুরুত্বপূর্ণ ইনিংস খেলতে দেখা গেছে। গত বছর নাইটদের চ্যাম্পিয়ন হওয়ার পিছনে তার গুরুত্বপূর্ণ অবদান ছিল। প্লে অফে এবং ফাইনালে দুরন্ত অর্ধশতরান হাঁকিয়ে হয়ে উঠেছিলেন জয়ে অন্যতম নায়ক। এর ফলে তাকে নিয়ে কর্মকর্তারা দীর্ঘমেয়াদি পরিকল্পনা করেছিলেন। মেগা নিলামে ২৩.৭৫ কোটি টাকায় রেকর্ড দামে দলে ফিরিয়ে আনা হয় এই তারকাকে।

তবে এই মরসুমে দলের হয়ে সেইভাবে প্রভাব ফেলতে পারেননি। ধারাবাহিকভাবে ব্যর্থ হয়ে সমালোচনার মুখে পড়েন ভেঙ্কটেশ। ১১ ম্যাচে মাত্র ১৪২ রান আসে। ব্যাটিং স্ট্রাইক রেট ছিল ১৪০’এর নিচে। এই কারণে ২০২৬ আইপিএলের আগে তাকে ছেড়ে দিয়েছে কেকেআর। আসন্ন মেগা নিলামে এই তারকাকে ২ কোটি টাকার বেস প্রাইস ক্যাটাগরিতে রাখা হয়েছে। কিন্তু সূত্র অনুযায়ী কোনো ফ্রাঞ্চাইজি এতো দাম দিয়ে প্রাক্তন কেকেআর তারকাকে কিনতে চাইছেন না। ফলে এই নিলামে অবিক্রিত থেকে যাবেন বলেই বিশেষজ্ঞরা মনে করছেন।

KKR’এ একাধিক পরিবর্তন-

মিনি নিলামে অবিক্রিত থাকবেন ভেঙ্কটেশ আইয়ার, কোনো ফ্র্যাঞ্চাইজি কিনতে আগ্ৰহী নন তারকাকে !! 2
KKR | Image: Getty Images

গত বছর কলকাতা নাইট রাইডার্স (KKR) দ্বিতীয় বারের মতো আইপিএলে চ্যাম্পিয়ন হয়ে ভক্তদের আশা পূরণ করে। কিন্তু এই বছর তারা আজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) নেতৃত্বে ধারাবাহিকভাবে হারের সম্মুখীন হয়ে প্লে ওফেই পৌঁছাতে পারেনি। এই কারণে আগামী মরসুমের আগে দলে একাধিক পরিবর্তন ঘটিয়েছেন কর্মকর্তারা। প্রধান কোচের দায়িত্ব থেকে সরে গেছেন চন্দ্রকান্ত পন্ডিত (Chandrakant Pandit)। তার বদলে অভিষেক নায়ারকে (Abhishek Nayar) এই পদে নিয়ে আসা হয়েছে।

অন্যদিকে অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে (Andre Russell) ছেড়ে দিয়েছে দল। যা নিয়ে ভক্তদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। তবে এই ক্যারিবিয়ান তারকাকে দলের ‘পাওয়ার কোচ’ হিসেবে ফিরিয়ে আনা হয়েছে। ২০২৬ আইপিএলেও (IPL 2026) সম্ভবত আজিঙ্কা রাহানে এই দলের হয়ে নেতৃত্বের দায়িত্ব সামলাবেন। তবে মিনি নিলামে কর্মকর্তাদের বেশ কিছু তারকা ক্রিকেটারদের দিকে নজর থাকবে। দলে একজন দক্ষ বিদেশি উইকেটকিপার ব্যাটসম্যান এবং বিদেশি তারকা অলরাউন্ডার আনার চেষ্টা করবেন তারা।

Read More: ‘দুই পয়সার অধিনায়ক ..’, সূর্যকুমার যাদবকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *