আন্তর্জাতিক মঞ্চে আইপিএলের (IPL 2025) জনপ্রিয়তা শিখরে পৌঁছে গেছে। আগামী কয়েক বছরে এই টুর্নামেন্ট বিশ্ব ক্রিকেটের অন্যতম চালিকাশক্তি হিসেবে পরিণত হবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। এই বছর আইপিএলে (IPL 2025) প্রথমবারের মতো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস তৈরি করেছে। বিরাট কোহলির (Virat Kohli) দীর্ঘদিনের লড়াই প্রথমবারের মতো এই টুর্নামেন্টে ট্রফি ছুঁয়ে দেখার স্বপ্নকে সার্থক করেছে। অন্যদিকে গতবারের চ্যাম্পিয়ন দল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) প্লে অফেই জায়গা করে নিতে পারেনি। এবার এই দলের তারকা ক্রিকেটারের দল বদলের খবর সামনে এলো।
Read More: গম্ভীরের অপছন্দের তালিকায় এই ক্রিকেটার, ফর্মে থাকা সত্ত্বেও পাচ্ছেন না সুযোগ !!
হতাশ করেছেন ভেঙ্কটেশ আইয়ার-

গত বছর আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের (KKR) চ্যাম্পিয়ন হওয়ার পিছনে ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এই তারকা ব্যাটসম্যান ফাইনালে দুরন্ত অর্ধশতরান করে দলকে ট্রফির কাছে পৌঁছে দিয়েছিলেন। ফলে এই বছর মেগা নিলামে নাইট বাহিনী ভেঙ্কটেশকে (Venkatesh Iyer) ২৩.৭৫ কোটি টাকার বিনিময়ে রেকর্ড দামে দলে ধরে রাখে। কিন্তু দলকে ধারাবাহিকভাবে হতাশ করেছেন এই তারকা।
তিনি এই বছর আইপিএলে চোট সমস্যার মধ্যেও ছিলেন। সব মিলিয়ে এক সময় তাকে একাদশ থেকে বাদ দিতে বাধ্য হয়েছিল নাইট কর্মকর্তারা। এই বছর আইপিএলে ১১ ম্যাচে মাত্র ১৪২ রান সংগ্রহ করেছিলেন ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer)। এর ফলে কলকাতা নাইট রাইডার্স (KKR) লিগ পর্বে ১৪ ম্যাচের মধ্যে ৭ ম্যাচে হারের সম্মুখীন হয়। তাই বর্তমানে দলের অন্যতম মাথা ব্যথার কারণ হয়ে উঠেছেন এই তারকা।
নাইট ছাড়ছেন ভেঙ্কটেশ-

এই বছর আইপিএলে (IPL 2025) ধারাবাহিকভাবে ব্যর্থ হওয়ার পর নাইট কর্মকর্তারা ভেঙ্কটেশ আইয়ারকে (Venkatesh Iyer) ছেড়ে দিতে চাইছেন বলে খবর সামনে এসেছে। সূত্র অনুযায়ী সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH), রাজস্থান রয়্যালস (RR) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) সঙ্গে কর্মকর্তারা এই তারকাকে আদানপ্রদান করতে পারেন। ট্রেড উইন্ডো বর্তমানে সক্রিয় থাকায় দলগুলি ইতিমধ্যে বাণিজ্যিক আলোচনা শুরু করেছে।
সূত্র অনুযায়ী সানরাইজ হায়দ্রাবাদ (SRH) ঈশান কিষাণের (Ishan Kishan) বদলে ভেঙ্কটেশ আইয়ারকে (Venkatesh Iyer) দলে নিতে আগ্রহ প্রকাশ করেছে। এই বছর আইপিএলে ১১.২৫ কোটি টাকার বিনিময়ে হায়দ্রাবাদ ঈশান কিষাণকে (Ishan Kishan) দলে নিয়েছিল। এই দলের জার্সি পরে প্রথম ম্যাচেই দুরন্ত শতরান করেছিলেন এই তারকা ব্যাটসম্যান। কিন্তু টুর্নামেন্ট জুড়ে সেইভাবে প্রভাব ফেলতে পারেননি ঈশান কিষাণ। তিনি ১৪ ম্যাচে ৩৫৪ রান সংগ্রহ করেন।