এই দল চ‍্যাম্পিয়ান হবে এবারের আইপিএল,মনে করেন প্রাক্তন ইংল্যান্ড ক্রিকেটার মাইকেল ভন 1
BRISBANE, AUSTRALIA - NOVEMBER 23: Michael Vaughan of the BBC commentary team laughs as he waits to speak on air before play on day one of the First Test Match of the 2017/18 Ashes Series between Australia and England at The Gabba on November 23, 2017 in Brisbane, Australia. (Photo by Mark Kolbe/Getty Images)

 

প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক এবং বর্তমান ক্রীড়া বিশেষজ্ঞ মাইকেল ভন মনে করেন এবারের আইপিএল চ‍্যাম্পিয়ান হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স।তারাই অন‍্যতম দাবিদার।

আগামী ২৩ শে সেপ্টেম্বর মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে এবারের আইপিএল অভিযান শুরু করতে চলেছে নাইটরা।দলে বিদেশী এবং ভারতীয় ক্রিকেটারদের মধ‍্যে এক দারুণ সমন্বয়ে লক্ষ‍্য করা যাচ্ছে, তাই ভনের মতে তারায় এবার আইপিএল জেতার অন‍্যতম দাবীদার।
এই দল চ‍্যাম্পিয়ান হবে এবারের আইপিএল,মনে করেন প্রাক্তন ইংল্যান্ড ক্রিকেটার মাইকেল ভন 2

সদ‍্য ক‍্যারিবিয়ান প্রিমিয়ার লিগ চ‍্যাম্পিয়ান হয়েছিল ট্রিনিবাগো নাইট রাইডার্স।সেই দলের কোচ ছিলেন ব্রেন্ডন ম‍্যাককালাম ।এবার কলকাতা দলের কোচ’ও তিনি, তাই তার কোচিংয়ে ভালো কিছু করে দেখাবে কলকাতা এমনটাই মনে করেন এই ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার।

“এবার বাজ, ( ম‍্যাককালামের ডাকনাম ) কলকাতা নাইটরাইডার্স দলের কোচ।ওকে কোচের দায়িত্ব তুলে দিয়ে দারুণ কাজ করেছে কলকাতা।সদ‍্য ওর কোচিংয়ে ক‍্যারিবিয়ান প্রিমিয়ার লিগ জিতেছে টিকেআর, তাই ওর থেকে ভালো কিছু আশা করা যেতেই পারে।” মন্তব্য ভনের।

এবার আইপিএলে নাইটরাইডার্সের পেস বিভাগের অন‍্যতম অস্ত্র প‍্যাট কামিন্স।কিন্তু তাকে এবার খুব বেশি একটা ম‍্যাচ খেলতে দেখছেন না ভন।এবারের নাইট দল তার খুব পছন্দ হয়েছে।তবে গতবারের আইপিএলের নিলামে সবচেয়ে দামি ক্রিকেটার প‍্যাট কামিন্স খুব একটা ম‍্যাচ খেলতে পারবেন না বলে মনে করেন তিনি।কারণ উইকেট যেহেতু পেস সহায়ক নয়।কারণ যতো এগোবে এবারের টুর্নামেন্ট।উইকেট আরও স্লো হয়ে উঠবে।

“কামিন্স খুব বেশি একটা ম‍্যাচে খেলবে বলে মনে হয়না।তবে নারিন,রানা,রাসেল,গিল ,কার্তিকের মতো ক্রিকেটারেরা আছে এবারের কলকাতা দলে।এবারের দল দারুণ সমৃদ্ধ।ব‍্যাটিং হয়তো তেমন সমৃদ্ধ নয়, কিন্তু দলের কোয়ালিটি এবার কলকাতা’কে এক অন‍্যমার্গে নিয়ে যেতে পারে,হয়তো ওরাই এবারের আইপিএল চ‍্যাম্পিয়ান “।মন্তব্য ভনের।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *