CT 2025: চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট পাকা বরুণ চক্রবর্তীর, এই ক্রিকেটারদের ‘বলির পাঁঠা’ করছেন কোচ গম্ভীর !! 1

CT 2025: আগামী ১৯ তারিখ থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025)। টিম ইন্ডিয়া নিজেদের অভিযান শুরু করছে ২০ তারিখ। দুবাইয়ের মাঠে তাদের প্রতিপক্ষ বাংলাদেশ। এরপর ২৩ তারিখ পাকিস্তান ও ২ মার্চ নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামার কথা তাদের। প্রায় এক মাস আগে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছিলো বিসিসিআই। কিন্তু শেষ মুহূর্তে চিন্তা বেড়েছে জসপ্রীত বুমরাহকে নিয়ে। তারকা পেসার কাবু পিঠের চোটে। অস্ট্রেলিয়া সফরের শেষ টেস্টে আহত হয়েছিলেন তিনি। এখনও ফিরতে পারেন নি মাঠে। বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির তত্ত্বাবধানে রয়েছেন তিনি। আলচনা চালানো হচ্ছে নিউজিল্যান্ডের প্রখ্যাত শল্যচিকিৎসক রোয়ান শাউটেনের সঙ্গেও। এক বোর্ডকর্তা জানিয়েছেন ‘মিরাক্‌ল’ ছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাঠে নামা কার্যত অসম্ভবত তাঁর পক্ষে। ফলে বাধ্য হয়েই বিকল্পের খোঁজে বোর্ড।

Read More: CT 2025: চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ চার বেছে নিলেন শোয়েব, বাদ দিলেন খোদ বিশ্বজয়ীদের !!

দৌড়ে রয়েছেন বরুণ চক্রবর্তী-

Varun Chakravarthy | CT 2025 | Image: Getty Images
Varun Chakravarthy | Image: Getty Images

বুমরাহ যদি একান্তই খেলতে না পারেন চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025), তাহলে তাঁর বদলি হিসেবে কাউকে বেছে নিতেই হবে বিসিসিআই-কে। দৌড়ে রয়েছেন রহস্য স্পিনার বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy)। ছন্দে রয়েছেন তামিলনাড়ুর তারকা। ২০২৪-এর আইপিএলে দারুণ পারফর্ম্যান্স করেছিলেন। নজর কেড়েছেন বিজয় হাজারে ট্রফিতে। আন্তর্জাতিক আঙিনাতেও নিয়মিত পারফর্ম করে এসেছেন তিনি। ২০২৪-এ দেশের জার্সিতে কামব্যাক করেছিলেন তিনি। তারপর ১২ টি-২০তে ১১.২৫ গড়ে ৩১টি উইকেট তুলে নিয়েছেন তিনি। দুই বার ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব’ও অর্জন করেছেন তিনি। সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে মাত্র পাঁচ ম্যাচে ৯.৮৬ গড়ে ১৪ উইকেট নিয়ে পেয়েছেন সেরা ক্রিকেটারের পুরষ্কার। কুড়ি-বিশের সাফল্যের সুবাদেই বরুণ পঞ্চাশ ওভারের ফর্ম্যাটেও এসেছেন নির্বাচকদের রেডারে।

চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) ঠিক আগে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের একটি ওডিআই সিরিজ খেলছে ভারত। প্রাথমিক স্কোয়াডে না থাকলেও পরে অতিরিক্ত সদস্য হিসেবে বরুণকে জুড়ে দেওয়া হয়েছে রোহিত শর্মা, বিরাট কোহলিদের সাথে। নাগপুরে রিজার্ভ বেঞ্চে থাকলেও কটকে দ্বিতীয় ম্যাচটিতে তাঁকে অভিষেকের সুযোগ দেন কোচ গৌতম গম্ভীর। পঞ্চাশ ওভারের খেলায় শুরুটা সাড়া জাগিয়েই করেছেন বরুণ (Varun Chakravarthy)। গত কাল যখন উইকেট তুলতে হিমশিম খাচ্ছে ‘মেন ইন ব্লু,’ তখন রহস্য স্পিনারকে আক্রমণে আনেন অধিনায়ক রোহিত। আস্থার দাম দিতে বেশী সময় নেন নি তিনি। ফিল সল্টকে ঘূর্ণির জালে ফাঁসিয়ে ফেরান সাজঘরে। হার্দিক পান্ডিয়া, মহম্মদ শামি’র মত অভিজ্ঞ বোলাররা গতকালের ম্যাচে যেখানে রান খরচ করেছেন ৭ বা তার বেশী ইকোনমি রেটে, বরুণ ১০ ওভারে খরচ করেছেন ৫৪ রান। ইকোনমি ছিলো ৫.৪০।

হর্ষিত বা সিরাজকে বাদই দিচ্ছে ভারত-

Harshit Rana | Image: Getty Images
Harshit Rana | Image: Getty Images

বুমরাহ (Jasprit Bumrah) সরে দাঁড়ালে তাঁর শূন্যস্থানে একজন পেসার নেওয়া হবে, মনে করেছিলেন অনেকেই। কিন্তু টিম ইন্ডিয়া সূত্রে খবর দুবাইয়ের মন্থর উইকেটকে মাথায় রেখে স্পিন অস্ত্রে শান দেওয়ার কথাও ভাবতে পারেন কোচ গম্ভীর। ফলত এগিয়ে আপাতত বরুণ চক্রবর্তীই। বুমরাহ’র বদলে পেসার হিসেবে হর্ষিত রাণা (Harshit Rana) বা মহম্মদ সিরাজ ডাক পেতে পারতেন। কিন্তু তাঁদের সাম্প্রতিক পারফর্ম্যান্স নিয়ে বেশ কিছু প্রশ্নচিহ্ন রয়েইছে। নতুন বলে সিরাজ যতটা কার্যকরী, ততটা নয় পুরনো বলে। অস্ট্রেলিয়া সফর থেকে ফিরে হায়দ্রাবাদের হয়ে রঞ্জিতে আহামরি পারফর্ম্যান্স করতে পারেন নি তিনি। হর্ষিত এই মুহূর্তে জাতীয় দলের সঙ্গেই রয়েছেন। দুই ম্যাচে ৪ উইকেট নিলেও তাঁর ইকোনমি রেট ৭.১৮। যা চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) মত বড় মঞ্চে ভোগাতে পারে দলকে, মনে করছে টিম ম্যানেজমেন্ট। ফলে তাঁকেও বাদই দেওয়ার ভাবনা গম্ভীরদের।

Also Read: IND vs ENG 2nd ODI: “খুবই উপভোগ করেছি…” দুর্ধর্ষ শতরান রোহিতের, সিরিজ জিতে তৃপ্ত ভারত অধিনায়ক !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *