varun-chakravarthy-on-2021-dark-phase

ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ে বড়সড় অবদান রেখছেন তামিলনাড়ু’র রহস্য স্পিনার বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy)। যশস্বী জয়সওয়ালকে সরিয়ে যখন চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে কার্যত ‘ওয়াইল্ড কার্ড এন্ট্রি’ দেওয়া হয়েছিলো বরুণকে, তখন প্রশ্ন তুলেছিলেন অনেকেই। কোচ গম্ভীরের বিরুদ্ধে উঠেছিলো পক্ষপাতিত্বের অভিযোগ। কিন্তু বল হাতে নিন্দুকদের ভুল প্রমাণ করে ছেড়েছেন বরুণ। প্রথম দুটি ম্যাচে থাকতে হয়েছিলো রিজার্ভ বেঞ্চে। নিউজিল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে সুযোগ পেয়েই বাজিমাত করেন তিনি। তুলে নেন পাঁচটি উইকেট। এরপর সেমিফাইনাল ও ফাইনালেও কার্যকরী পারফর্ম্যান্স উপহার দিয়েছেন তিনি। মাত্র ৩ ম্যাচে ৯ উইকেট নিয়ে হয়েছেন টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী। হয়ে উঠেছেন দলের এক্স-ফ্যাক্টর। এই মুহূর্তে শুভেচ্ছার জোয়ারে ভাসছেন ঠিকই, তারপরেও অতীতের তিক্ত অভিজ্ঞতা ভুলতে পারছেন না বরুণ (Varun Chakravarthy)।

Read More: IPL 2025: উদ্বোধনী অনুষ্ঠানের জন্য সেজে উঠছে এই শহর, উপস্থিত থাকবেন একাধিক বলিউড তারকা !!

২০২১-এর অভিজ্ঞতা জানালেন বরুণ-

Varun Chakravarthy | Image: Getty Images
Varun Chakravarty | Image: Getty Images

২০২১ সালে জাতীয় দলের হয়ে অভিষেক হয়েছিলো বরুণ চক্রবর্তীর (Varun Chakravarthy)। আন্তর্জাতিক আঙিনায় প্রথম ইনিংসটি বিশেষ সুখকর হয় নি তাঁর জন্য। মাত্র ৬টি টি-২০তে সুযোগ পেয়েছিলেন। ২টির বেশী উইকেটও পান নি তিনি। বিশেষ করে ২০২১ টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ব্যর্থতা বরুণকে (Varun Chakravarthy) দেশের ক্রিকেটপ্রেমীদের চোখে কার্যত ‘ভিলেন’ বানিয়ে দিয়েছিলো। গম্ভীরের হাত ধরে ‘নবজন্ম’ পেয়েছেন বরুণ। কিন্তু তবুও মনে রয়ে গিয়েছে ২০২১-এর ক্ষত চিহ্নগুলি। সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর সেই দুঃসহ অভিজ্ঞতার কথাই ভাগ করে নিলেন তিনি। “আমার জন্য ওটা খুবই কঠিন একটা অধ্যায় ছিলো। আমি অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলাম। কারণ অনেক হইচইয়ের পর জাতীয় দলে সুযোগ পেলেও যেভাবে পারফর্ম করেছিলাম, তাতে মনে হলো ঠিক সুবিচার করতে পারলাম না।”

ক্রিকেটজনতার প্রতিক্রিয়া চাপ বাড়িয়েছিলো, সাক্ষাৎকারে সাফ জানিয়েছেন ৩৩ বর্ষীয় তারকা। “আমি হুমকি ফোন পেয়েছিলাম। ‘ভারতের ফিরে এসো না। চেষ্টা করলেও ফিরতে পারবে না।’ মানুষজন আমার বাড়ি চলে এসেছিলো ঠিকানা খুঁজে। আমার রীতিমত লুকিয়ে থাকতে হয়েছিলো। বিমানবন্দর থেকে যখন ফিরছিলাম, তখন দু’জন বাইকে করে আমায় তাড়া করছিলো। এমনটা হয়ে থাকে…আমি বুঝতে পারি যে ক্রিকেট অনুরাগীরা আবেগপ্রবণ। কিন্তু পিছনে তাকালে ভাবি…এখন অনেক ভালো আছি।” কয়েক মাসের মধ্যে আইসিসি’র টি-২০ র‍্যাঙ্কিং-এর দ্বিতীয় স্থানে উঠে এসেছেন বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy)। ওয়ান ডে’তেও নজর জায়গা করে নিয়েছেন সেরাদের তালিকায়। এখানে থামতে চান না তিনি। জানিয়েছেন, “সব ভালো জিনিস একসাথে তো হয় না। আমি নিজেকে আরও উঁচুতে তুলে নিয়ে যেতে চাই।”

শোনালেন ওয়ান ডে’তে ডাক পাওয়ার কাহিনী-

Varun Chakravarthy | Image: Getty Images
Varun Chakravarthy | Image: Getty Images

ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজেই কেবল খেলার কথা ছিলো বরুণ চক্রবর্তী’র (Varun Chakravarthy)। ওয়ান ডে’র প্রাথমিক স্কোয়াডে তাঁকে রাখেন নি নির্বাচকেরা। কিন্তু কুড়ি-বিশের সিরিজে ৫ ম্যাচে ১৪ উইকেট নেওয়ায় কোচ গম্ভীরের বিশেষ অনুরোধে দলের ষোলোতম সদস্য হিসেবে জুড়ে দেওয়া হয় তামিলনাড়ুর রহস্য স্পিনারকে। সেই অভিজ্ঞতার কথাও সাক্ষাৎকারে জানিয়েছেন বরুণ। বলেন, “আমার কাছে তো চেন্নাইয়ের টিকিটও ছিলো। কিন্তু পরদিন সকালে আমায় জানানো হয় যে আমি ওয়ান ডে দলেও সুযোগ পেয়েছি। নাগপুরে চলে যেতে বলা হয়।” চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ পাওয়ায় তাঁর কেরিয়ারকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছে বলে মনে করেন বরুণ (Varun Chakravarthy)। বলেছেন, “আমার মনে হয়েছে যে এই মাণের ক্রিকেটে আমার জন্য আলাদা জায়গা রয়েছে। এটা আমার প্রাপ্য।” দিনকয়েকের মধ্যেই শুরু হবে আইপিএল। ইতিমধ্যেই নাইট রাইডার্সের জার্সিতে ঝড় তোলার সংকল্প করে ফেলেছেন বরুণ।

Also Read: শুভমানের জীবনে অতীত সারা, এই বলিউড অভিনেত্রীর প্রেমে মশগুল তরুণ তুর্কি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *