varun-added-to-odi-team-before-ct-2025

CT 2025: টি-২০ সিরিজে ইংল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত পারফর্ম্যান্স করেছে টিম ইন্ডিয়া। পাঁচ ম্যাচের মধ্যে জিতেছে চারটি। রাজকোটে সামান্য হোঁচট খেতে হলেও দ্রুত সামলে নিয়েছে সূর্যকুমার যাদবের দল। ক্ষুদ্রতম ফর্ম্যাটে দুর্ধর্ষ সাফল্যের পর ফোকাসে আপাতত একদিনের ক্রিকেট। আগামী ৬, ৯ ও ১২ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিরুদ্ধেই যথাক্রমে বিদর্ভ, কটক ও আহমেদাবাদে পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে তিনটি ম্যাচ খেলতে চলেছে ‘মেন ইন ব্লু।’ চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) আগে এই সিরিজটিই ভারতের সামনে শেষ সুযোগ নিজেদের গুছিয়ে নেওয়ার। তার পূর্ণ সদ্ব্যবহার করতে মুখিয়ে রয়েছে টিম ম্যানেজমেন্ট। গত ১৮ জানুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) স্কোয়াড ঘোষণার দিনই ইংল্যান্ড সিরিজের দল’ও সামনে এনেছিলেন অধিনায়ক রোহিত ও মুখ্য নির্বাচক আগরকার। টি-২০ দ্বৈরথের পর সামান্য রদবদল করা হয়েছে তাতে।

Read More: বাসচালকের গুরুমন্ত্রে উইকেট হারান বিরাট কোহলি, ম্যাচ শেষে হিমাংশু করলেন বড় খোলাসা !!

একদিনের সিরিজে খেলবেন বরুণ-

Varun Chakravarthy | CT 2025 | Image: Getty Images
Varun Chakravarthy | Image: Getty Images

ইংল্যান্ডের বিরুদ্ধে কুড়ি-বিশের সিরিজে দুর্দান্ত পারফর্ম্যান্স করেছেন বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy)। তামিলনাড়ুর রহস্য স্পিনারের ঘূর্ণিতেই বারবার কুপোকাত হয়েছেন হ্যারি ব্রুক, জস বাটলাররা। ইডেনে ২৩ রানের বিনিময়ে ৩ উইকেট নিয়ে শুরুটা করেছিলেন তিনি। ‘ঘরের মাঠ’ চেন্নাইতেও দুটি সাফল্য পান তিনি। এরপর ঝড় তোলেন রাজকোটের নিরঞ্জন শাহ স্টেডিয়ামে। মাত্র ২৪ রান খরচ করে তুলে নেন পাঁচটি উইকেট। এই নিয়ে দ্বিতীয় বার আন্তর্জাতিক টি-২০তে এক ইনিংসে পাঁচ উইকেট যুক্ত হলো তাঁর নামের পাশে। ভারত ম্যাচটি হারলেও সেরা ক্রিকেটারের পুরষ্কার পেয়েছিলেন বরুণই (Varun Chakravarthy)। এরপর পুনেতে ২টি এবং মুম্বইতেও ২টি উইকেট পান তিনি। ৯.৮৫ গড়ে ১৪ উইকেট নিয়ে সিরিজের সেরা ক্রিকেটার নির্বাচিত হন তিনি। পাওয়ার প্লে বা ডেথ ওভারেও নিয়মিত বোলিং করার পরও তাঁর ইকোনমি রেট ছিলো মাত্র ৭.৬৬।

২০২১ সালে কেরিয়ারের প্রথম ৬টি টি-২০তে মাত্র ২ উইকেট পেয়েছিলেন বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy)। পাকিস্তানের বিপক্ষে টি-২০ বিশ্বকাপের ম্যাচে বেশ হতাশ করেছিলেন তিনি। স্বাভাবিক কারণেই বাদ দেন নির্বাচকেরা। গৌতম গম্ভীর কোচ হওয়ার পর ফিরে এসে ১২টি ম্যাচে ৩১ উইকেট তুলে নিয়েছেন তিনি। আগুনে ফর্মে থাকা রহস্য স্পিনারকে এবার টি-২০র পাশাপাশি একদিনের ক্রিকেটেও ব্যবহার করতে চান ভারতীয় কোচ। সেই ভাবনা থেকেই ইংল্যান্ড সিরিজের স্কোয়াডে ষোলোতম সদস্য হিসেবে যুক্ত করা হয়েছে তাঁকে। মুম্বইতে শেষ টি-২০টি খেলার পর সরাসরি নাগপুরে ওয়ান ডে স্কোয়াডের অনুশীলনে ইতিমধ্যে যোগও দিয়েছেন তিনি। ৬ তারিখ রয়েছে প্রথম ম্যাচটি। কুলদীপ যাদবকে (Kuldeep Yadav) পিছনে ফেলে প্রথম একাদশের দৌড়ে যদি বরুণ (Varun Chakravarthy) জায়গা করে নেন তাহলেও অবাক হবেন না ক্রিকেট বিশেষজ্ঞরা।

সুযোগ পেতে পারেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে-

Varun Chakravarthy | Image: Getty Images
Varun Chakravarthy | Image: Getty Images

২০ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025) প্রথম ম্যাচ খেলতে চলেছে টিম ইন্ডিয়া। পিঠের চোটে কাবু জসপ্রীত বুমরাহ তার আগে আদৌ সুস্থ হবেন কিনা তা নিয়ে রয়েছে সংশয়। সংবাদমাধ্যমকে এক বিসিসিআই কর্তা নাম গোপন রাখার শর্তে জানিয়েই দিয়েছেন যে তারকা পেসারের চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025) খেলা এখন মিরাক্‌ল-এর সমতুল্য। সূত্রের খবর যে এই মুহূর্তে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে রয়েছেন বুমরাহ (Jasprit Bumrah)। তাঁর শারীরিক অবস্থা পরীক্ষা করে দেখছেন চিকিৎসকেরা। প্রয়োজনে তাঁকে পাঠানো হতে পারে নিউজিল্যান্ডেও। আদৌ তিনি মেগা টুর্নামেন্ট খেলতে পারবেন কিনা তা স্পষ্ট হবে দিনকয়েকের মধ্যেই। যদি একান্তই তিনি খেলতে না পারেন সেক্ষেত্রে বোলিং ব্রিগেডে একটি শূন্যস্থান নিঃসন্দেহে তৈরি হবে। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ান ডে’তে যদি নজর কাড়তে পারেন বরুণ তাহলে ‘ওয়াইল্ড কার্ড এন্ট্রি’ নিতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডেও।

Also Read: CT 2025: “ওদের হারানো কঠিন…” চ্যাম্পিয়ন্স ট্রফির দুই ফাইনালিস্টের নাম জানিয়ে দিলেন রিকি পন্টিং !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *