গত মাসের প্রথম সপ্তাহে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পরিসমাপ্তি ঘটেছে। দীর্ঘ ১৮ বছরের অবসান ঘটিয়ে এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের খেতাব জয় করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। মেগা ফাইনালে শ্রেয়াস আইয়ারের নেতৃত্বাধীন পাঞ্জাব কিংসকে হারিয়ে আইপিএল শিরোপা নিজেদের নামে করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স দল। এবারের আইপিএলে দুর্দান্ত দল বানিয়েও প্রত্যাশা পূরণে ব্যার্থ হয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH)। দলে একেরপর এক তারকাদের নিয়ে তৈরি হওয়া সানরাইজার্স হায়দ্রাবাদ ২০২৫’এর আইপিএলে কেবলমাত্র ৬টি ম্যাচে জয় পেয়েছিল এবং বৃষ্টিতে একটি ম্যাচ ভেস্তে যেতে ১৩ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে অভিযান সমাপ্ত করেছিল। আসন্ন মৌসুমে সানরাইজার্স হায়দ্রাবাদ দলে বেশ কিছু পরিবর্তন লক্ষ করা যাবে।
বোলিং কোচ নিয়োগ করলো SRH

এবার সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH) দলে নতুন বোলিং কোচের আগমন ঘটতে চলেছে। সানরাইজার্স দলের বোলিং কোচ হিসাবে প্রাক্তন ভারতীয় পেসারকে শামিল করা হয়েছে। এবার সানরাইজার্স হায়দ্রাবাদের বোলিং কোচ হিসেবে নতুন দায়িত্ব পেলেন ভারতের সাবেক ফাস্ট বোলার বরুণ অ্যারন (Varun Aaron)। সোমবার সমাজ মাধ্যমে একটি পোস্টের মাধ্যমে বড় ঘোষণা করেছে SRH ফ্রাঞ্চাইজি। ৩৫ বছর বয়সী এই পেসার চলতি বছরের শুরুতে সব ফরম্যাট থেকে অবসর নিয়েছেন। ঝাড়খণ্ডের এই পেসার একসময় ভারতীয় দলের চেনা মুখ ছিলেন। ভারতের জারাইতে তিনি ৯টি টেস্ট ও ৯টি ওডিআই ম্যাচ খেলেছেন। উইকেট নিয়েছেন ২৯টি। এছাড়া, তিনি ২০১১ থেকে ২০২২ সাল পর্যন্ত তিনি আইপিএলেও খেলেছেন। মোট ৪৪টি উইকেট রয়েছে তাঁর নামে। আন্তর্জাতিক পর্যায়ে সেভাবে সফলতা পাননি বরুণ।
Read More: চোখে চোখ মিলে গেলো শুভমান গিল ও সারা তেন্ডুলকারের, ভাইরাল ভিডিওতে শুরু নতুন জল্পনা !!
বরুণের উপর থাকবে গুরুদায়িত্ব

ক্রিকেট ক্যারিয়ার শেষ করসর পর ধারাভাষ্যকার হিসাবে দেখা যাচ্ছে তাকে। তবে তাঁর ধারাভাষ্য ইতিমধ্যেই নজর কেড়ে নিয়েছে নেটিজেনদের। খেলোয়াড় হিসেবে সেভাবে সফলতা না আসলেও ম্যাচের পরিস্থিতি বুঝতে পারা এবং ব্যাটসম্যান ও বোলারদের ভুল সংশোধন করার কাজ নিপুণ ভাবে করছেন তিনি। এবার সানরাইজার্স হায়দ্রাবাদের মতন এক চ্যাম্পিয়ন ফ্রাঞ্চাইজির অংশ হতে চলেছেন তিনি। সানরাইজার্স ২০২৪ সালে রানার্স আপ হয়েছিল। প্রসঙ্গত, গত দুই মৌসুমে সানরাইজার্স হায়দ্রাবাদ দলের বোলিং কোচ ছিলেন নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ড জেমস ফ্রাঙ্কলিন। তার আগে অবশ্য দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি পেসার ডেল স্টেইন এই দায়িত্ব সামলাতেন। ২০২৬ সালের আইপিএলে বরুণ অ্যারনের জন্য একটি বড় চ্যালেঞ্জ হতে চলেছে।