vaibhav-suryavashi-in-india-u19-squad
Vaibhav Suryavanshi and Yashasvi Jaiswal | Image: Getty Images

Team India: আগামী ২০ জুন থেকে শুরু হচ্ছে ভারত বনাম ইংল্যান্ড (IND vs ENG) টেস্ট সিরিজ। প্রথম ম্যাচটি রয়েছে হেডিংলেতে। এরপর এজবাস্টন, লর্ডস, ম্যাঞ্চেস্টার ও ওভালে রয়েছে আরও চারটি টেস্ট। রোহিত শর্মা, বিরাট কোহলি, রবিচন্দ্রণ অশ্বিন-রা সরে দাঁড়ানোর পর কারা সুযোগ পান ভারতীয় (Team India) স্কোয়াডে তা নিয়ে রয়েছে কৌতূহল। রোহিতের উত্তরসূরি হিসেবে কে পান অধিনায়কের আসন, সেদিকেও তাকিয়ে রয়েছেন সকলে। সংবাদমাধ্যম সূত্রে খবর যে আগামী শুক্র অথবা শনিবার অর্থাৎ ২৩ বা ২৪ তারিখ নতুন অধিনায়ক ও সিনিয়র স্কোয়াড ঘোষণা করতে পারে অজিত আগরকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি। তার আগে ইংল্যান্ডগামী অনুর্দ্ধ-১৯ দল ঘোষণা করলো দেশের ক্রিকেট নিয়ামক সংস্থা। একঝাঁক উঠতি প্রতিভাকে দেওয়া হলো বিদেশের মাঠে আত্মপ্রকাশের মঞ্চ।

Read More: বুমরাহ-গিল বা পন্থ নয়, মুম্বইয়ের এই খেলোয়াড়কে দায়িত্ব দিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে দল ঘোষণা করলো ভারত !!

অনুর্দ্ধ-১৯ দলে বৈভব সূর্যবংশী-

Vaibhav Suryavanshi | INDIA | Image: Getty Images
Vaibhav Suryavanshi | Image: Getty Images

সিনিয়র স্কোয়াডের মত ইংল্যান্ড সফরে ভারতের অনুর্দ্ধ-১৯ দল’ও (India U19 Team)। ২৪ জুন থেকে ৭ জুলাইয়ের মধ্যে মোট ছয়টি একদিনের ম্যাচ খেলবে তারা। প্রথম দুটি ম্যাচ রয়েছে লংবরো বিশ্ববিদ্যালয় ও হোভ-এ। তৃতীয় ও চতুর্থ ম্যাচ দুটি হবে নদার্ম্পটনশায়ারের মাঠে। আর শেষ দুটি ম্যাচ আয়োজিত হবে ওরচেস্টারে। এরপর বেকেনহ্যাম ও চেমসফোর্ডে দুটি লাল বলের ম্যাচেও মুখোমুখি হবে ভারত (India U19 Team) ও ইংল্যান্ডের অনুর্দ্ধ-১৯ দল। এক মাসব্যপী এই সফরের জন্য ভারতীয় স্কোয়াড ঘোষণা করা হয়েছে আজ। অধিনায়কত্ব পেয়েছেন বছর ১৭-এর আয়ুষ মাথরে (Ayush Mhatre)। এই বছর চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল অভিষেকে নজর কেড়েছেন মুম্বইয়ের ক্রিকেটার। ডাক পেয়েছেন বিহারের ১৪ বর্ষীয় কিশোর বৈভব সূর্যবংশী’ও (Vaibhav Suryavanshi)।

এই বছর ভারতীয় ক্রিকেটে সাড়া ফেলে দিয়েছেন বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে আইপিএলে (IPL) অভিষেক হয়েছে তাঁর। রাজস্থান রয়্যালসের (RR) জার্সিতে দুর্দান্ত পারফর্ম্যান্স করেছেন বাম হাতি ওপেনার। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে মাত্র ৩৫ বলে করেছেন শতরান। আইপিএলের ইতিহাসে কনিষ্ঠতম শতরানকারী হিসেবে রেকর্ড বইতে নাম তুলে ফেলেছেন বৈভব (Vaibhav Suryavanshi)। ভারতীয়দের মধ্যে দ্রুততম শতরানের রেকর্ডও এখন তাঁর ঝুলিতেই। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধেও একটি অর্ধশতক করেছেন তিনি। ভারতীয় অনুর্দ্ধ-১৯ দলে নতুন নয় বৈভব। এর আগে এমার্জিং এশিয়া কাপেও তাঁকে দেখা গিয়েছিলো নীল জার্সিতে। তবে আইপিএলের সাফল্যের পর ইংল্যান্ডে তিনি কেমন পারফর্ম করেন সেদিকে নিঃসন্দেহে নজর থাকবে সকলের।

সম্পূর্ণ অনুর্দ্ধ-১৯ স্কোয়াড-

আগেই ঘোষিত হয়েছে ভারত-এ দল-

Shubman Gill and Yashasvi Jaiswal to Play for India-A | Image: Getty Images
Shubman Gill and Yashasvi Jaiswal to Play for India-A | Image: Getty Images

আগামী মাসে ইংল্যান্ড সফরে যাচ্ছে ভারত-এ দল’ও (India-A)। ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে দু’টি প্রথম শ্রেণির ম্যাচ খেলবে তারা। এছাড়া টিম ইন্ডিয়ার সিনিয়র দলের বিপক্ষে একটি আন্তঃ- স্কোয়াড ম্যাচও খেলার কথা রয়েছে তাদের। দিনকয়েক আগে ভারত-এ’র স্কোয়াড ঘোষণা করেছে বোর্ড। অধিনায়কত্ব পেয়েছেন বাংলার অভিমণ্যু ঈশ্বরণ। যুব দলে সুযোগ পেয়েছেন ঋতুরাজ গায়কোয়াড়, ঈশান কিষণ, সাই সুদর্শন, মুকেশ কুমারদের মত ক্রিকেটদুনিয়ার একাধিক পরিচিত মুখ। এমনকি ইংল্যান্ডের পরিস্থিতি ও পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার জন্য যুব দলের সাথে জুড়ে দেওয়া হয়েছে ভারতীয় টেস্ট দলের নিয়মিত সদস্য শুভমান গিল (Shubman Gill), যশস্বী জয়সওয়ালদেরও। তবে শুভমানের দল গুজরাত টাইটান্স আইপিএলের প্লে-অফে পা রাখায় ভারত-এ’র হয়ে প্রথম ম্যাচটি খেলতে পারবেন না তিনি। দ্বিতীয় ম্যাচের আগে যোগ দেবেন দলের সাথে।

Also Read: IPL 2025: বিপর্যয়ের পর ভোলবদল নাইট রাইডার্সের, বাড়তি দায়িত্ব পাচ্ছেন অভিষেক নায়ার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *