USA'র বিরুদ্ধে সূর্যের ঝলক, জয়ের হ্যাটট্রিক করে সুপার 8-এর টিকিট কনফার্ম করলো টিম ইন্ডিয়া !! 1

পরিসমাপ্তি ঘটলো আমেরিকা যুক্তরাষ্ট্র ও টিম ইন্ডিয়ার (USA vs IND) বিশ্বকাপ ২০২৪’এর ২৫ তম ম্যাচে। কঠিন পিচে টানটান উত্তেজনার মাঝে টিম ইন্ডিয়াকে জয় এনে দিল সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ও শিবম দুবের (Shivam Dube) জুটি। চলতি বিশ্বকাপে ছন্দের বাইরে থাকা দুই প্লেয়ার আজ কঠিন পরিস্থিতিতে আমেরিকায় বিরুদ্ধে ঢাল হয়ে দাঁড়ান।

ব্যাট হাতে অর্ধশতরান হাঁকালেন স্কাই এবং আগামী ম্যাচগুলির জন্য নিজের পারফরমেন্সের একটি পরিষ্কার লক্ষমাত্রা তৈরি করলেন। A’ গ্রুপের শীর্ষে অবস্থানকারী দুই দলের মধ্যেই বেশ কঠিন লড়াই দেখা গিয়েছে। হাইভোল্টেজ ম্যাচে টস যেতেন ভারতীয় দলের ক্যাপ্টেন রোহিত শর্মা (Rohit Sharma)। গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথমে ফিল্ডিং বেছে নেন হিটম্যান।

প্রথমে ব্যাটিং করতে এসে প্রথম ওভার থেকেই উইকেট হারাতে শুরু করে দেন USA’র ব্যাটসম্যানরা। কঠিন পিচে USA’র নীতিশ কুমার (Nitish Kumar) ২৩ বলে ২৭ রানের একটি লড়াকু ইনিংস খেলেন এমনকি ওপেনার স্টিভেন টেলর ৩০ বলে ২৪ রান বানানোর জন্যই প্রথম ইনিংসে ১১০ রান বানাতে সক্ষম হয় USA। ভারতের দলের জার্সিতে ৪ উইকেট নেন অর্ষদীপ সিং (Arshdeep Singh)। তাছাড়া ২ উইকেট নেন হার্দিক পান্ডিয়া ও ১ উইকেট পান অক্ষর প্যাটেল।

Read More: USA vs IND: আমেরিকার বিপক্ষে বল হাতে বিস্ফোরক আর্শদীপ, জায়গা করে নিলেন ইতিহাসের পাতায় !!

৭ উইকেটে জয় পেল টিম ইন্ডিয়া

USA vs IND
USA vs IND | Image: Getty Images

USA’র বানানো ১১১ রানের লক্ষমাত্রা তাড়া করতে এসে চটজলদি সৌরভ নেত্রাভালকারের দুরন্ত আউট সুইংয়ের শিকার হন বিরাট কোহলি, এরপর সৌরভের দ্বিতীয় ওভারেই রোহিত হারিয়ে ফেলেন নিজের উইকেট। মাত্র ২ ওভার ২ দলে ১০ রানে ২ উইকেট হারিয়ে ফেলে ভারতীয় দল। দুই কিংবদন্তি ব্যাটসম্যানকে আউট করে USA’র মধ্যে একটি অন্য ধরনের বিশ্বাস তৈরি হয়।

যদিও ক্রিজে থাকা ঋষভ পন্থ এসব কিছুর তোয়াক্কা না করেই বড় শট খেলার চিন্তায় ছিলেন। ২০ বলে ১৮ রান বানিয়ে প্যাভিলিয়নে ফিরতে হয় পন্থকে। তবে আজকের ম্যাচে নিজের স্বভাবসিদ্ধ জায়গায় ব্যাটিং করতে আসেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ও শিবম দুবে দুজনেই। ভারতীয় দলের এই দুই ব্যাটসম্যানকে দেখে বিপক্ষ আমেরিকা দলের স্পিনারকে এক ওভারের জন্য বোলিং করতে দেখা যায়নি।

৩৯ রানে ৩ উইকেট হারানোর পর ৪৯ বলে  ২টি চার ও ২টি ছক্কার বিনিমিয়ে ৫০ রান বানান স্কাই, T20 বিশ্বকাপে এটিই ছিল তার চতুর্থ অর্ধশতরান। স্কাইকে সঙ্গ দেন দুবে যিনি ৩৫ বলে একটি চার ও একটি ছক্কার বিনিময়ে ৩১ রানের ইনিংসে ভারতীয় দল ১০ বল বাঁকি থাকতেই জয় সুনিশ্চিত করে। আজকের জয়ের পাশাপাশি টিম ইন্ডিয়া সুপার 8-এর জন্য নিজেদের স্থান পাকা করে ফেললো।

Read Also: USA vs IND: “ঘাম দিয়ে জ্বর ছাড়লো…” আমেরিকার বিপক্ষে কষ্টার্জিত জয় ভারতের, স্বস্তির নিঃশ্বাস ফেলছে নেটমাধ্যম !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *