ঋষভ পন্থকে উপেক্ষা করলেন উর্বশী রাউতেলা, এই ভারতীয় তারকার সাথে বাঁধতে চলেছেন ঘর !! 1

Rishabh Pant: ভারতীয় ক্রিকেট ভক্তদের আপাতত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের উন্মাদনায় মেতে উঠতে দেখতে পাওয়া যাচ্ছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৮তম মৌসুমে ইতিমধ্যেই ৩১টি ম্যাচের পরিসমাপ্তি ঘটেছে। প্রতি ম্যাচেই রুদ্ধশ্বাস লড়াই দেখতে পাওয়া যাচ্ছে। আর এই আইপিএলের মাঝেই খবরের শিরোনামে উঠে এসেছেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার তথা লখনৌ সুপার জায়ান্টস দলের ক্যাপ্টেন ঋষভ পন্থ (Rishabh Pant)।

২৭ কোটির পন্থ এই মৌসুমে ব্যাট হাতে নিজের নামের প্রতি এখনও সুবিচার করতে পারেননি। তবে, এবার পারফরম্যান্সের জন্য নয়। এবার বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলার জন্য আবার সংবাদ শিরোনামে উঠে আসলেন পন্থ। এবারের আইপিএলে ক্রিকেটের সঙ্গে বলিউড যোগ বেশ দেখতে পাওয়া যাচ্ছে। আর ক্রিকেটের সঙ্গে বলিউডের যোগ সূত্র যে বহু পুরানো তা কমবেশি সকলেই জানেন।

Read More: আইপিএলে বেটিং চক্রের রহস্যময় গতিবিধি, এই ফ্রাঞ্চাইজিগুলিকে সতর্ক করলো বিসিসিআই !!

শিরোনামে উঠে আসলেন ঋষভ পন্থ

Rishabh pant, ipl 2025
Rishabh Pant | Image: Getty Images

ভারতীয় দলের ক্রিকেটারদের সাথে কোনো না কোনো অভিনেত্রীর নাম জড়ানোটা এই প্রথম নয়। এবার লখনৌ সুপার জায়ান্টস দলের অধিনায়ক ঋষভ পন্থের নাম জড়িয়েছে উর্বশী রাউতেলার সাথে। এই প্রথম নয়, আগেও উর্বশী ও পন্থের সম্পর্কের গুঞ্জন শোনা যেত সমাজ মাধ্যমে। এমনকি ঋষভ পন্থকে প্রায়ই উর্বশী নাম দিয়ে উত্যক্ত করা হয়। কিন্তু এখন উর্বশী তার প্রিয় ক্রিকেটের কথা জানিয়েছেন।

সম্প্রতি, একটি সাক্ষাৎকারে, যখন উর্বশী রাউতেলাকে তার প্রিয় ভারতীয় ক্রিকেটার সম্পর্কে জিজ্ঞাসা করা হয় তখন তিনি ঋষভ পন্থের নাম মুখে নেননি। বদলে তিনি তার পছন্দের দুই তারকা হিসাবে বিরাট কোহলি (Virat Kohli) এবং এমএস ধোনির (MS Dhoni) নাম নেন। উর্বশীর মুখে পন্থের নাম না শুনে নেট পাড়ায় বেশ হইচই শুরু হয়ে যায়। তবে, অতীতেও ঋষভ পন্থের সাথে উর্বশীর যে সম্পর্ক যুক্ত হয়েছে তা তিনি সর্বদা এই গুজব বলে অস্বীকার করেছেন।

পন্থকে উপেক্ষা করলেন উর্বশী

Urvashi rautela, world cup 2023
Urvashi Rautela | Image: Twitter

সম্প্রতি, সানি দেওলের নতুন ছবি ‘জাট’ সিনেমায় অভিনয় করতে দেখা গিয়েছিল উর্বশী রাউতেলাকে। ১০ এপ্রিল মুক্তি পেয়েছিল এই সিনামে। মাত্র ছয় দিনের মধ্যেই বক্স অফিসে ২৫০ কোটির বেশি মুনাফা অর্জন করেছে সিনেমাটি। যদিও এই সিনেমাতে উর্বশী অভিনয় করেননি বরং তাকে ‘টাচ কিয়া’ নামে একটি আইটেম গানে নাচতে দেখা গিয়েছে। আর তার অবিস্মরণীয় প্রদর্শনের কারণে তিনি আপাতত খবরের শিরোনামে রয়েছেন।

Read Also: Rishabh Pant: “গোয়েঙ্কা খুশ হুয়া…” রানের মুখ দেখলেন ঋষভ পন্থ, নেটদুনিয়ায় হইচই অনুরাগীদের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *