urvashi-cuts-cake-in-dubai-stadium

Urvashi Rautela: দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গতকাল মুখোমুখি হয়েছিলো ভারত ও পাকিস্তান (IND vs PAK)। উপমহাদেশের দুই ক্রিকেটীয় শক্তির দ্বৈরথ ঘিরে তুঙ্গে ছিলো উত্তেজনা। সাধারণ দর্শকদের পাশাপাশি গ্যালারিতে ভীড় জমিয়েছিলেন সেলিব্রিটিরাও। ক্রিকেট ও বিনোদন জগতের বহু চেনা মুখকে গতকাল দেখা গিয়েছে দুবাইয়ের গ্যালারিতে। দক্ষিণ সুপারস্টার চিরঞ্জীবী উপস্থিত ছিলেন মাঠে। ছিলেন সূর্যকুমার যাদব, তিলক বর্মা, অভিষেক শর্মা’রা। ক্রিকেটারদের পরিবারের সদস্যদের চলতি চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) কেবল একটিমাত্র ম্যাচ মাঠে বসে দেখার ছাড়পত্র দিয়েছিলো বিসিসিআই। ভারত-পাক ক্রিকেট যুদ্ধ চাক্ষুস করতে ভারত অধিনায়ক রোহিত শর্মা’র স্ত্রী ঋতিকা সাজদেহ ও কন্যা সামাইরাও উপস্থিত ছিলেন মাঠে। সবার মাঝেও আলাদা করে নজর কাড়লেন উর্বশী রাউতেলা (Urvashi Rautela)। স্টেডিয়ামেই জন্মদিন উদ্‌যাপন করলেন তিনি।

Read More: CT 2025: “মনে মনে জানতাম…” মেলে নি ভারত-পাক ম্যাচের ভবিষ্যদ্বাণী, চাপে পড়ে সাফাই IIT বাবা’র !!

৩০-এ পা দিলেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা (Urvashi Rautela)। বিশেষ দিন উদ্‌যাপন করলেন অভিনব কায়দায়। চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ দেখতে মাঠে উপস্থিত হয়েছিলেন তিনি। সেখানেই কেক কাটলেন উর্বশী (Urvashi Rautela)। নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে একটি অল্প সময়ের ভিডিও পোস্ট করে অনুরাগীদের সাথে বিশেষ মুহূর্তটি ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। গোলাপি পোশাক পরিহিতা নায়িকাকে দেখা গিয়েকে একটি কেক হাতে ধরে রাখতে। ইতিপূর্বে টিম ইন্ডিয়ার উইকেটরক্ষক-ব্যাটার ঋষভ পন্থের (Rishabh Pant) সাথে উর্বশীর (Urvashi Rautela) সম্পর্ক নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। এমনকি পাকিস্তানের পেসার নাসিম শাহের সাথেও নাম জড়িয়েছিলো তাঁর। ঘটনাচক্রে ঋষভ ও নাসিম (Naseem Shah), গতকাল দুজনেই উপস্থিত ছিলেন মাঠে। যদিও উর্বশীর বার্থ-ডে সেলিব্রেশনে অংশ নেন নি কেউই।

দেখুন উর্বশীর ইন্সটাগ্রাম পোস্টটি-

গতকাল দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত জয় পেলো টিম ইন্ডিয়া। টসে জিতে প্রথম ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছিলো পাক শিবির। সুবিধা করতে পারেন নি বাবর-রিজওয়ানরা। শেষমেশ ৪৯.৪ ওভারে ২৪১ রানেই শেষ হয় তাঁদের ইনিংস। রান তাড়া করতে নেমে ঝড়ের গতিতে শুরুটা করেছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। কিন্তু ১৫ বলে ২০ করে সাজঘরে ফিরতে হয় তাঁকে। অধিনায়ককে হারানোর পরও ম্যাচের রাশ হাতেই রেখেছিলো ভারতীয় দল। স্কোরবোর্ড সচল রাখেন শুভমান গিল ও বিরাট কোহলি (Virat Kohli)। পরে বিরাটের সাথে ১১৪ রানের জুটি বাঁধেন শ্রেয়স আইয়ার’ও। তাঁদের অনবদ্য পারফর্ম্যান্সেই ৪৫ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায় ‘মেন ইন ব্লু।’ ১১১ বলে অপরাজিত ১০০ করে রবিবাসয়ীয় এল-ক্লাসিকোর নায়ক অবশ্যই কোহলি। দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শেষ চারের টিকিট প্রায় নিশ্চিত করে ফেললো ভারত।

Also Read: “কোহলির আদর্শ শচীন, বাবরের…” পাক তারকাকে বেনজির কটাক্ষ শোয়েব আখতারের, নিশানায় টিম ম্যানেজমেন্টও !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *