Urvashi Rautela and Rishabh Pant,
Urvashi Rautela and Rishabh Pant | Image: Twitter

ভারতীয় দলের তারকা ক্রিকেটার ঋষভ পন্থ (Rishabh Pant) প্রায়শই সমাজ মাধ্যমে সচেতন থাকেন। সম্প্রতি সমাজ মাধ্যমে তাকে নিয়ে বেশ চর্চা শুরু হয়েছে। তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পরবর্তী মৌসুমের জন্য নিজের নাম নিলামের খাতায় লিখিয়ে ফেলেছেন। দিল্লি ক্যাপিটালস ছেড়ে দিয়ে নিলামের মঞ্চে অন্য দলের হয়ে খেলতে চান পন্থ। তারকা ব্যাটসম্যান সদ্য নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত ছন্দ দেখিয়েছেন। তিনটি টেস্ট মিলিয়ে তিনি সিরিজের সর্বাধিক রান স্কোরার। ভারতীয় দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজটি খেলতে চলেছে যেটি ভারতীয় দলের কাছে হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ। আর এই সিরিজে পন্থের ফর্ম ভারতের জয়-পরাজয়ের মধ্যে বড় ব্যাবধানে তৈরি করবে। তবে এরই মাঝে পন্থ ও উর্বশীর সম্পর্ক সমাজ মাধ্যমে ট্রেন্ডিং হয়ে উঠেছে।

পন্থকে নিয়ে মুখ খুললেন উর্বশী

Rishabh Pant , ind vs aus
Rishabh Pant | Image: Getty Images

নাম না করেই পরস্পরকে সমাজ মাধ্যমে একহাত নিচ্ছেন উর্বশী ও ঋষভ। ভারতীয় দলের তারকা ক্রিকেটার ঋষভ পন্থ (Rishabh Pant) উর্বশীর উপর ক্ষুব্ধ হয়ে নেট মাধ্যমে নতুন বিতর্ক তৈরি করলেন। আসলে এক সাক্ষাৎকারে তারকা ব্যাটসম্যান ঋষভ পন্থের নাম না করে কয়েক বছর আগে ঘটে যাওয়া একটি ঘটনার কথা উন্মোচন করেন বলিউড অভিনেত্রী উর্বশী। তিনি জানান, আরপি (ঋষভ পন্থের ছোট নামও আরপি) নামে এক ব্যক্তি তাঁর সঙ্গে দেখা করার জন্য হোটেলের ঘরের সামনে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছিলেন। তবে উর্বশী নাকি তার সঙ্গে দেখা করার কথা ভুলে গিয়ে হোটেল রুমে ঘুমিয়ে পড়েন। যদিও পরে সেই আরপির সঙ্গে মুম্বইতে উর্বশীর দেখা হয়। সমাজ মাধ্যমের দৌলতে খবর যখন পন্থের কানে এসে পৌঁছায় তখন সমাজ মাধ্যমে উর্বশীকে একহাত নেন।

Read More: দাদু হচ্ছেন সুনীল শেট্টি, বিয়ের দেড় বছরের মাথায় নতুন অতিথি আসছে রাহুল-অথিয়ার ঘরে !!

পন্থকে কটাক্ষ করলেন উর্বশী

Urvashi Rautela and Rishabh Pant | Image: Twitter
Urvashi Rautela and Rishabh Pant | Image: Twitter

উর্বশীর সাক্ষাৎকার প্রকাশ্যে আসতেই পন্থ ইনস্টাগ্রামে লেখেন, “জনপ্রিয়তা পাওয়ার জন্য মানুষ সাক্ষাৎকারে কতটাই না মিথ্যা বলতে পারে, এসব দেখে বিস্মিত হই। নাম ও খ্যাতির জন্য মানুষ কতটাই তৃষ্ণার্ত। ঈশ্বর এদের মঙ্গল করুন, আমার পিছন ছেড়ে দাও বোন। মিথ্যা বলবার একটা সীমা থাকে উচিত।” তবে পন্থ কিছুক্ষণের মধ্যে তার করা এই পোস্ট ডিলিট করে দেন। যদিও অন্যদিকে উর্বশী পন্থের করা এই পোস্টটি দেখে ফেলেন। উর্বশী কটাক্ষ করে পন্থকে ‘ছোটু ভাইয়া’ বলে লেখেন, “ছোটু ভাইয়া! ব্যাট-বলের দিকে মনোযোগ দাও, আমি কোনো মুন্নি নই যে বদনাম হব ছোট্ট সোনা তোমার জন্য।” অন্যদিকে পন্থ একটি উক্তি শেয়ার করেন যেখানে লেখা ছিল, ‘যা আপনার নিয়ন্ত্রণে নেই, তা নিয়ে ভাববেন না।’ এখানেই দুজনের কথাকাটাকাটি সমাপ্ত হয়।

Read Also: Rishabh Pant: অস্ট্রেলিয়ায় চ্যালেঞ্জের মুখে ঋষভ পন্থ, একাদশে এন্ট্রি নিচ্ছেন এই তরুণ তারকা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *