সদ্য দক্ষিণ আফ্রিকা মহিলা দলকে পরাস্ত করে মহিলা বিশ্বকাপের খেতাব জয় করেছে টিম ইন্ডিয়া মহিলা দল। ভারতীয় দল প্রথম বারের জন্য আইসিসি শিরোপা জয় করতে সক্ষম হয়েছে। আর এই বিশ্বকাপের পর ক্রিকেট ভক্তদের নজর এখন উইমেন্স প্রিমিয়ার লিগের (WPL) উপর। WPL নিলামের আগেই প্রতিটি দল তাদের ধরে রাখা খেলোয়াড়দের নাম ঘোষণা করেছে। ভারতের বিশ্বকাপজয়ী দলের ছয়জন তারকাকে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ধরে রেখেছে। তাদের মধ্যে রয়েছেন ফাইনালের ম্যাচসেরা শাফালি ভার্মা (Shefali Varma), হারমানপ্রীত কৌর (Harmanpreet Kaur), স্মৃতি মন্ধনা (Smriti Mandhana), জেমিমা রদ্রিগেজ, অমনজোত কৌর, উইকেটরক্ষক-ব্যাটার রিচা ঘোষ (Richa Ghosh)।
দীপ্তিকে ধরে রাখলো না ইউপি ওয়ারিয়ার্স

ভারতের ঐতিহাসিক মহিলা বিশ্বকাপজয়ী অভিযানের অন্যতম সেরা পারফর্মার ছিলেন দীপ্তি শর্মা (Deepti Sharma)। তিনি এবারের বিশ্বকাপে সিরিজ সেরার শিরোপাও জিতেছিলেন। মেগা ফাইনালে দীপ্তির ব্যাট থেকে অর্ধশতরান এসেছিল এবং বল হাতেও পাঁচ উইকেট নিয়েছিলেন দীপ্তি। সেই দীপ্তিকে ২০২৬ সালের উইমেন্স প্রিমিয়ার লিগের (WPL) মেগা নিলামের আগে মুক্তি দিয়েছে ইউপি ওয়ারিয়র্স (WPW)। তবে দীপ্তির দল থেকে বাদ পড়া এখন পর্যন্ত সবচেয়ে আলোচিত সিদ্ধান্তগুলির একটি। বিশ্বকাপ চলাকালীন দীপ্তি তৈরি করেছিলেন এক অনন্য রেকর্ড। একই আসরে ২০০ রানের বেশি ও ২০টির বেশি উইকেট নেওয়া প্রথম ক্রিকেটার হিসেবে বিশ্বরেকর্ড করেছেন। ২০২৫ মৌসুমে অ্যালিসা হিলির অনুপস্থিতিতে তিনি ইউপি ওয়ারিয়র্সের অধিনায়কত্বও সামলেছিলেন।
Read More: বাদ রোহিত-বিরাট-বুমরাহ, তিলক ভার্মাকে অধিনায়ক করে প্রকাশ্যে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের ওডিআই স্কোয়াড !!
বিশ্বকাপে সেরা খেলোয়াড় হয়েছিলেন দীপ্তি

গত তিন বছর WPL-এর মঞ্চে দীপ্তিকে ইউপি ওয়ারিয়র্স দলের হয়ে খেলতে দেখা গিয়েছিল। তবে, তারা এবার নিলামের আগে ধরে রাখেনি বিশ্বকাপের হিরোকে। বদলে, ধরে রেখেছে মাত্র একজন – শ্বেতা শেহরাওয়াতকে। ডব্লিউপিএলের রিটেনশন নীতিমালা অনুসারে, প্রতিটি দল সর্বাধিক সাতজন খেলোয়াড় ধরে রাখতে পারে। এর মধ্যে সর্বোচ্চ তিনজন ক্যাপড ভারতীয়, দুইজন বিদেশি এবং দুইজন আনক্যাপড ভারতীয়। যদি কোনো দল পাঁচজন খেলোয়াড় ধরে রাখতে চায়, তবে অন্তত একজন হতে হবে ক্যাপড ক্রিকেটার। এছাড়াও, ২০২৬ সালের মেগা নিলামে প্রথমবারের মতো যুক্ত হচ্ছে রাইট-টু-ম্যাচ (RTM) নিয়ম। এই বিকল্পের মাধ্যমে কোনও দল চাইলে ২০২৫ মরশুমে তাদের দলে থাকা খেলোয়াড়কে নিলামে আবার “ম্যাচ” করে নিজেদের দলে ফিরিয়ে আনতে পারবে। যতদূর ধারণা, দীপ্তিকে নিলামের মঞ্চে RTM ব্যাবহার করে ফিরিয়ে আনতে পারে ইউপি টিম ম্যানেজমেন্ট।