এগিয়ে আসছে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup)। আগামী জুন মাসের ২ তারিখ থেকে শুরু হচ্ছে ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটের মেগা প্রতিযোগিতা। আয়োজনের দায়িত্ব পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্র। আয়োজক দেশ হওয়ার সুবাদে লম্বা সময় পর আইসিসি আয়োজিত কোনো বড় প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। গোটা দুনিয়ার সবচেয়ে বড় ক্রীড়ার বাজার রয়েছে আমেরিকাতে। সেখানে বেসবল, বাস্কেটবলের মত খেলা জনপ্রিয় হলেও ক্রিকেটের চল বিশেষ নেই। এই টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) মার্কিন দলের অংশগ্রহণ বাইশ গজের খেলাকে এক নতুন বিশ্বের সামনে উন্মুক্ত করে দেবে বলে মনে করা হচ্ছে।
আয়োজক দেশ মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছে গ্রুপ-এ’তে। ভারত, পাকিস্তানের মত হেভিওয়েট দেশের মোকাবিলা করতে হবে তাদের। এছাড়াও খেলতে হবে আয়ারল্যান্ড ও কানাডার মত প্রতিপক্ষের বিরুদ্ধে। বড় মঞ্চে নিজেদের মেলে ধরতে মুখিয়ে রয়েছে মার্কিন খেলোয়াড়রা। বছর খানেক আগেই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ক্রিকেটার সংগ্রহ করে জাতীয় দল গড়ে তোলার নীতি নিয়েছিলো মার্কিন যুক্তরাষ্ট্র। আসন্ন টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) জন্য যে দল তারা ঘোষণা করেছে সেখানেও উপমহাদেশীয় বংশোদ্ভূত ক্রিকেটারদের ভীড়। রয়েছেন প্রাক্তন কিউই তারকা কোরি অ্যান্ডারসন’ও (Corey Anderson)। নেই উন্মুক্ত চাঁদ (Unmukt Chand)। আন্তর্জাতিক ক্রিকেট খেলার লক্ষ্যেই ভারতীয় নাগরিকত্ব ছেড়ে মার্কিন নাগরিক হয়েছিলেন উন্মুক্ত, কিন্তু স্বপ্ন পূরণ হচ্ছে না তাঁর।
Read More: IPL 2024: হার্দিককে ‘ক্যাপ্টেন’ করেই মুখ পুড়লো মুম্বইয়ের, প্রথম দল হিসেবে ছিটকে গেলো টুর্নামেন্ট থেকে !!
উন্মুক্ত চাঁদকে সুযোগ দিলো না USA-
২০১২ সালের ভারতীয় অনুর্দ্ধ-১৯ বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক ছিলেন দিল্লীর উন্মুক্ত চাঁদ (Unmukt Chand)। বিরাট কোহলির পর ভারতের অন্যতম সেরা ব্যাটিং প্রতিভা মনে করা হচ্ছিলো তাঁকে। কোহলির (Virat Kohli) মতই উন্মুক্ত’ও অনুর্দ্ধ-১৯ বিশ্বকাপ ফাইনালে শতরান করেছিলেন। তাই এসেই পড়ছিলো তুলনা। কিন্তু কোহলি যখন ব্যাট হাতে একের পর শৃঙ্গ জয় করেছেন, তখন আস্তে আস্তে দেশের ক্রিকেটের চৌহদ্দী থেকে হারিয়েই যাচ্ছিলেন উন্মুক্ত (Unmukt Chand)। প্রথমে বাদ পড়েন আইপিএল (IPL) থেকে, তারপর ঘরোয়া ক্রিকেট থেকেও ছেঁটে ফেলা হয় তাঁকে। আন্তর্জাতিক ক্রিকেটার হওয়ার স্বপ্ন নিভতে বসায় চরম সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। বিসিসিআই-এর সাথে সম্পর্ক ত্যাগ করে পাড়ি জমিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে। সেখানে খেলা শুরু করেন।
এই বছরের টি-২০ বিশ্বকাপকে (T20 World Cup) ‘পাখির চোখ’ করছিলেন উন্মুক্ত। বছরের গোড়ায় একটি সাক্ষাৎকারে বলেওছিলেন, ‘ভারতের বিরুদ্ধে মাঠে নামতে চাই।’ তবে স্বপ্ন অধরাই থেকে যাচ্ছে তাঁর। উন্মুক্ত মার্কিন যুক্তরাষ্ট্র দলে জায়গা না পাওয়ায় সোশ্যাল মিডিয়ায় তাঁকে আক্রমণ করতে ছাড়েন নি নেটিজেনদের একাংশ। ‘দেশে থাকতে পোষালো না। বাইরে গিয়ে অপমানিত হতে হলো’ লিখেছেন একজন। ‘আমেরিকান ড্রিম’ সবার জন্য না। গ্যালারি থেকেই বিশ্বকাপ দেখো উন্মুক্ত’ লিখেছেন আরও একজন। একজন নেটনাগরিকের মন্তব্য, ‘ভারতের বিরুদ্ধে আর মাঠে নামা হলো না। সাক্ষাৎকার না দিয়ে অনুশীলন করা উচিৎ ছিলো।’ পাশেও দাঁড়িয়েছেন কেউ কেউ। ‘উন্মুক্তের কপালটাই খারাপ’ সহমর্মী এক নেটিজেন।
দেখুন ট্যুইটচিত্র-
💔💔life is sometimes too hard Feel for him
— Groot_18 (@18_groot) May 4, 2024
This is happening first time in the history our under 19 world cup winning captain couldn’t even get the place in the gully tenis ball cricket team 😔
— Anish Verma (@anishverma1985) May 4, 2024
Corey Anderson is there 💀
— ᴊᴀʟꜱᴀ ᴋᴏʜʟɪ (@jalsakohli) May 4, 2024
No Unmukt Chand in USA’s squad for the 2024 T20 World Cup. pic.twitter.com/T3Iq7wMPNK
— Rashmi tanwr (@rashmiTanwr) May 4, 2024
Why Why didn’t you take Unmuk Chand?
— विजय बैरागी 🙃 (@vijaybairagiM20) May 4, 2024
Aaj Tak bhai ne koi performance Diya hi nahi hai Kaha se team me lenge 😂
— Khabri_Prasang (@Prasang_) May 4, 2024
Pehle India se nhi khel paya or ab USA ne bhi nhi liya so much unlucky 😔
— Ashu prajapati (@Ashu28181998) May 4, 2024
Naa Ghar ka na Ghat ka ?
— Amit Jha (@amit_code) May 4, 2024
He is a wasted talent by the BCCI 💔 pic.twitter.com/2wICM0GXUp
— Apuroop Achanta (@digitaldetox_9) May 4, 2024
Na ghar ka na ghat ka got real..
Wish him luck next time..Sun always rise again if u dont stop.
— Lakulish (@lakulish08) May 4, 2024
Unmukt ko mukt kardiya
— Arshjit Singh (@Arshh1998) May 4, 2024
Also Read: T20 বিশ্বকাপের দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের, বিধ্বংসী ব্যাটারের দলে হলো না জায়গা !!