Asia Cup: ভারতীয় ক্রিকেট ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছে এশিয়া কাপের জন্য যা চলতি বছর পাকিস্তান ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে। এর সূচিও প্রকাশ করা হয়েছে। এশিয়া কাপ-২০২৩ শুরু হবে ৩১ আগস্ট থেকে এবং ফাইনাল ম্যাচটি ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এর আগে ভারতীয় ফ্যানদের জন্য একটি বড় খবর এল। এটা অবশ্য কোন আনন্দের খবর নয়, বরং বিষয়টা বেশ দুঃখের।
Read More: WC 2023: বিশ্বকাপের জন্য এই ১০ ভেন্যু বেছে নিলো BCCI, ইডেনে ভারতের মুখোমুখি হচ্ছে এই দল !!
ভারতীয় ফ্যানদের জন্য দুঃসংবাদ
শনিবার ভারতীয় ফুটবল দলের জন্য দুঃসংবাদ আসে। ভারতীয় দল গ্রুপ ডি ‘ডু অর ডাই’ ম্যাচে চূড়ান্ত শক্তিশালী জাপানের বিরুদ্ধে কঠিন লড়াই করেছিল কিন্তু এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপে ৪-৮ গোলে হেরেছে। এই ম্যাচে জাপানের সামনে দাঁড়াতেই পারেনি তারা।। টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে ওঠার সুযোগ ধরে রাখতে এই ম্যাচে জয়ের প্রয়োজন ছিল দলটির। কিন্তু তা হতে পারেনি।
বড় ব্যবধানে হেরে যায় ভারতীয় দল

জাপানের বিপক্ষে ভারতীয় দল যেভাবে দরকার ছিল সেভাবে পারফর্ম করতে পারেনি। ভারতীয় খেলোয়াড়রা ম্যাচে ৪টি গোল করলেও জাপানি দল ৮টি গোল করে। শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে জাপানি দল। দ্বিতীয়ার্ধে ভারতীয় দল প্রত্যাবর্তনের চেষ্টা করলেও খেলোয়াড়দের চেষ্টা দলকে সাহায্য করতে পারেনি।
This match is fabulous. You watch this match 👀. In this match, I see the players growing and facing Japan’s world champions #indvsjap #afc #football #Indian #IndianFootball #Japan @IndianFootball @afcasiancup @FabrizioRomano @BusinessInsider @Goal_India https://t.co/PtM8UljeNI
— Shivendra Singh (@Shivend07933748) June 23, 2023
অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে জাপান
ভারতের হয়ে ৪৭তম মিনিটে গোল করেন মুকুল পানওয়ার এবং ৬২তম মিনিটে গোল করেন ড্যানি মেইতি। ৬৯ মিনিটে ভারতের তৃতীয় গোলটি করেন ডি মিয়াগাওয়া। ৭৯তম মিনিটে দলের হয়ে চতুর্থ গোলটি করেন কোরাউ সিং। তবে ৮টি গোল হজম করায় চার গোল করেও কাজের কাজ কিছুই হয়নি। কোয়ার্টার ফাইনালে জাপানের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। এই ম্যাচটি ২৬ জুন পথুম থানি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
Also Read: ম্যাচ চলাকালীন আইসিসির শাস্তির কোপে ফাস্ট বোলার, অবৈধ বোলিং অ্যাকশনের কারণে কেরিয়ার শেষ !!