Team India: এক নতুন যুগের সন্ধিক্ষণে দাঁড়িয়ে ভারতীয় ক্রিকেট। বিশ্বকাপের (ICC World Cup 2023) ফাইনালে উঠেও অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছে টিম ইন্ডিয়াকে। এই পরাজয়ের গ্লানিকে পিছনে ফেলে আপাতত সামনের দিকে এগোনোর নীল নকশার কথাই চিন্তা করতে হচ্ছে ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই-কে। আগামীতে সিনিয়র ও জুনিয়রদের মেলবন্ধনে শক্তিশালী দল গড়ে তোলাই লক্ষ্য রজার বিনি (Roger Binny), জয় শাহ’দের (Joy Shah)। ২০২৪-এর টি-২০ বিশ্বকাপ, ২০২৫-এর চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ২০২৭-এর ওডিআই বিশ্বকাপকে পাখির চোখ করেছে ভারত। ২০১৩ থেকে আইসিসি ট্রফির দেখা নেই, আগামী কয়েক বছরের মধ্যে সেই খরা মেটাতে বদ্ধপরিকর ভারতীয় ক্রিকেট বোর্ড।
সাফল্য নিশ্চিত করার জন্য ক্রিকেটারদের আন্তর্জাতিক মানসম্পন্ন করে গড়ে তুলতে প্রয়াস চালাচ্ছে বিসিসিআই। ব্যাটিং, বোলিং হোক বা ফিল্ডিং-তিন বিভাগেই যথেষ্ট পরিমাণে বিকল্প হাতে রাখতে চায় তারা। সেই কারণেই বিভিন্ন সিরিজে কখনও সিনিয়রদের বিশ্রাম দিয়ে আবার কখনও বাইরে রেখে তরুণদের খেলিয়ে দেখে নিচ্ছেন অজিত আগরকারের (Ajit Agarkar) নেতৃত্বাধীন নির্বাচক কমিটি। ব্যাটিং-এ সুযোগ পেয়ে তার সদ্ব্যবহার করতে পেরেছেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal), ঋতুরাজ গায়কোয়াড়’রা। বোলিং-এ নবাগতদের মধ্যে নজর কেড়েছেন মুকেশ কুমার, রবি বিষ্ণোই’রা। সফল মুখদের পাশাপাশি ব্যর্থতা’র তালিকাতেও রয়েছেন বেশ কয়েকজন। তার মধ্যে অন্যতম নাম উমরান মালিকের (Umran Malik)।
Read More: IPL 2024: ভারত থেকে সরে যাচ্ছে আইপিএল ২০২৪, এই দেশ নিতে চলেছে আয়োজনের দায়িত্ব !!
সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ উমরান-

২০২২-এর আইপিএলে উল্কার গতিতে উত্থান হয় জম্মু-কাশ্মীরের উমরান মালিকের (Umran Malik)। সানরাইজার্স হায়দ্রাবাদের (SRH) জার্সিতে মাত্র ১৪ ম্যাচে তিনি তুলে নেন ২১ উইকেট। চর্চার কেন্দ্রবিন্দুতে জায়গা করে নিয়েছিলো তাঁর বলের গতি। এক্সপ্রেস পেসারের অভাব ভারতে বহুদিনের। সেই শূণ্যতা পূরণ করতে পারবেন উমরান (Umran Malik), মনে করেছিলেন সকলেই। নিয়মিত ১৫০ কিলোমিটার প্রতি ঘন্টা বা তার বেশী গতিতে বোলিং করছিলেন উমরান। তাঁর গতির ধাক্কায় প্রতিথযশা ব্যাটারদেরও বেশ বেসামাল দেখিয়েছিলো। সানরাইজার্স প্লে-অফে উঠতে না পারলেও টুর্নামেন্টের সেরা তরুণ ক্রিকেটারের পুরষ্কার পেয়েছিলেন উমরান’ই।
উমরানের গতির জাদুতে মুগ্ধ হয়েছিলেন সকলে। দ্রুত তাঁকে জাতীয় দলে দেখতে চেয়ে সওয়াল’ও করেছিলেন অনেকে। ভারতীয় দল নির্বাচকেরাও জম্মু-কাশ্মীরের তরুণকে সুযোগ দিয়ে দেখতে চেয়েছিলেন। আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের দলে ঠাঁই হয় তাঁর। আইরিশদের বিপক্ষে টি-২০ অভিষেক হয় তাঁর। খেলেন ইংল্যান্ডের বিরুদ্ধেও। এরপর কখনও শ্রীলঙ্কা, কখনও নিউজিল্যান্ডের বিরুদ্ধে কুড়ি-বিশের ক্রিকেটে উমরানকে সুযোগ দিয়েছে টিম ইন্ডিয়া (Team India)। কিন্তু ২০২২ আইপিএলের ধার আর দেখা যায় নি তাঁর বলে। গতি থাকলেও নিয়ন্ত্রণের অভাব স্পষ্ট হয়েছে তাঁর মধ্যে। ৮ টি-২০ ম্যাচ খেলে ১১ উইকেট নিয়েছেন ঠিকই, কিন্তু রান খরচ করেছেন ১০.৪৯ ইকোনমি রেটে। বাধ্য হয়েই চলতি বছরের ফেব্রুয়ারির পর আর তাঁকে টি-২০ দলে সামিল করার পথে হাঁটে নি ভারত।
দরজা বন্ধ রয়েছে উমরানের জন্য-

একদিনের ক্রিকেটেও জম্মু-কাশ্মীরের তরুণকে সুযোগ দিয়েছিলো ভারতীয় টিম ম্যানেজমেন্ট। নিউজিল্যান্ড সফরে টিম ইন্ডিয়ার (Team India) হয়ে ওডিআই অভিষেক হয় তাঁর। খেলেছেন বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও। কিন্তু মেলে ধরতে পারেন নি নিজেকে। ১০ ম্যাচ খেলে প্রায় ৩১ বোলিং গড় তাঁর। উইকেট নিয়েছেন ১৩টি। কিন্তু রান খরচ করেছেন প্রায় ৭ ইকোনমি রেটে। যা উমরানের জন্য কঠিন করেছে ভারতীয় দলে নিজের অবস্থান ধরে রাখা। ওডিআই বিশ্বকাপে অনবদ্য বোলিং করে নজর কেড়েছেন মহম্মদ শামি (Mohammed Shami), মহম্মদ সিরাজ ও জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। আপাতত কোচ দ্রাবিড়ের প্রথম পছন্দ এই তিনজনই। তালিকায় ক্রমেই পিছোচ্ছেন উমরান মালিক (Umran Malik)।
গতকাল রাতে দক্ষিণ আফ্রিকা সফরের জন্য দল ঘোষণা করেছে বিসিসিআই। টি-২০ স্কোয়াডে রয়েছেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। সিনিয়র বোলারদের মধ্যে আর কেউ নেই দলে। মুকেশ কুমার, আবেশ খান’দের মত নতুন মুখ’রা জায়গা পেয়েছেন। সুযোগ পেয়েছেন দীপক চাহার’ও কিন্তু দরজা বন্ধই থেকেছে উমরান মালিকের জন্য। একদিনের সিরিজেও নেই সিরাজ-শামি-বুমরাহ। সেখানেও মুকেশ (Mukesh Kumar), আবেশ (Avesh Khan), আর্শদীপ’রা থাকলেও শিকে ছেঁড়েনি উমরানের। আসন্ন আইপিএল ও ঘরোয়া ক্রিকেট মরসুমে অসামান্য পারফর্ম না করলে আপাতত টিম ইন্ডিয়ার (Team India) অন্দরমহলে প্রত্যাবর্তনের পথ কন্টকময় হতে চলেছে উমরানের জন্য।