ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) ফাইনালে ভারতের টানা দ্বিতীয় পরাজয় নিয়ে আবার একবার ভঙ্গ হলো ICC ট্রফি জয়ের স্বপ্ন। এরপর ভারতীয় দল উড়ে যাবে ওয়েস্ট ইন্ডিজ (WI VS IND) আগামী ১২ জুলাই থেকে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে সফর শুরু হবে। এরপর ওখানেই দুটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচের একটি সিরিজ খেলবে, টিম ইন্ডিয়া। আর এই সিরিজের উপর লক্ষ্য থাকবে টিম ম্যানেজমেন্টের। আসলে, সূত্রের খবর অনুযায়ী, এই সিরিজে সিনিয়র খেলোয়াড়দের বিশ্রাম দেওয়া হতে পারে এবং কিছু নতুন মুখদের দেখা যেতে পারে। বিশেষ করে দলের বোলারদের নিয়ে চিন্তায় রয়েছে টিম ইন্ডিয়া ম্যানেজমেন্ট। আসলে, WTC ফাইনালে যেভাবে ফাস্ট বোলাররা বোলিং করেছে তারপর থেকে দলে তাদেরকে সামিল না করার সিদ্ধান্ত নিতে পারে টিম ইন্ডিয়া ম্যানেজমেন্ট।
Read More: ASIA CUP 2023: এশিয়া কাপ থেকে ছুটি হলো পাকিস্তানের, এই দেশের মাটিতে বসবে জাকজমক আসর !!
সিরাজ-শামি দল থেকে পড়ছে বাদ

এই পরিস্থিতিতে মোহাম্মদ সিরাজ (Mohammed Siraj) এবং মোহাম্মদ শামির (Mohammed Shami) ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সুযোগ পাওয়াটা অনেকটা মুশকিল হয়ে দাঁড়িয়েছে। টেস্ট চ্যাম্পিয়নশিপ এর ফাইনালে (WTC FINAL 2023) এই দুই প্রমুখ বোলারের বোলিং অতটা লাভবান হয়নি টিম ইন্ডিয়ার কাছে। যে কারণে ফাইনালে পরাজিত হতে হলো দলকে তবে সামনেই ওয়েস্ট ইন্ডিজ সফর এবং সেখানে দুটি টেস্ট ম্যাচে খেলতে চলেছে টিম ইন্ডিয়া। তবে এই দুই ম্যাচে বিশ্রাম নিতে দেখা যেতে পারে এই দুই প্রমুখ বোলারদের। আসলে তুলনামূলকভাবে ওয়েস্ট ইন্ডিজ দল অনেকটাই দুর্বল, যে কারণে সাধারণ বোলিং অ্যাটাক নিয়েও তাদেরকে পরাজিত করা যেতে পারে। দলে সুযোগ পেতে পারেন শার্দুল ঠাকুর এবং জয়দেব উনাদকাট।
সুযোগ পাবেন দুই মহারথী

যদিও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এর ফাইনালে (WTC FINAL) দেখা গিয়েছিল শার্দুল ঠাকুর কে ব্যাট হাতে এবং বল হাতে। খুবই ভালো ছন্দে দেখা গিয়েছিল তাকে। তবে ভারতের মাটিতে খেলার সুযোগ পাননি তিনি, কেবলমাত্র বিদেশের মাটিতেই তাকে সুযোগ দেয় টিম ইন্ডিয়া। যে কারণে বোঝাই যাচ্ছে শামি সিরাজের জায়গায় তিনি দলে সুযোগ পেতে পারেন। যদিও তিনি একজন অলরাউন্ডারের ভূমিকা পালন করেন। পাশাপাশি কঠিন সময়ে তিনি উইকেট নিতেও পারেন, ভারতীয় দলের এই পেসার ওয়েস্ট ইন্ডিজ সিরিজে মুখ্য ভূমিকা পালন করতে পারেন। পাশাপাশি বামহাতি বোলার জয়দেব উনাদকাট বেশ লম্বা সময় ধরে ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে আসছেন, ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় তিনি তার অভিষেক ম্যাচ খেলেন এরপর বাংলাদেশের বিরুদ্ধে গত বছর ডিসেম্বরে তার টেস্ট ক্যারিয়ারের প্রথম উইকেটটি পান তিনি তবে এরপর দলে খেলার সুযোগ হয়নি তার। আগামী ওয়েস্ট ইন্ডিজ সিরিজে বোলিং আক্রমণের দায়িত্ব নিতে পারেন।