U19 Asia Cup: ভারতীয় ক্রিকেটের জন্য আজ এক অন্ধকার দিন। সকালবেলা অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিপক্ষে (IND vs AUS) ১০ উইকেটের ব্যবধানে পিঙ্ক বল টেস্ট হেরেছিলো সিনিয়র দল। খুইয়েছিলো বর্ডার-গাওস্কর ট্রফির (BGT) অ্যাডভান্টেজ। একইসঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের রাস্তাও হয়েছিলো কন্টাকাকীর্ণ। বিকেলে দুবাইয়ের মাঠে অনুর্দ্ধ-১৯ এশিয়া কাপ হাতছাড়া হলো জুনিয়র দলেরও। ফাইনালে প্রতিপক্ষ ছিলো বাংলাদেশ। টসে জিতে প্রথম প্রতিপক্ষকে ব্যাটিং-এর আমন্ত্রণ জানিয়েছিলেন ভারত অধিনায়ক মহম্মদ আমান। কঠিন পিচে ১৯৮-এর বেশী এগোতে পারে নি তারা। ব্যাটাররা বড় রানের পুঁজি সংগ্রহ করতে না পারলেও পুষিয়ে দিলেন বাংলাদেশের বোলাররা। স্বল্প রানে ভারতকে বেঁধে রেখে বড় সাফল্য ছিনিয়ে নিলেন তাঁরা।
Read More: IND vs AUS 2nd Test: গোলাপি বলে দাপট অস্ট্রেলিয়ার, অ্যাডিলেডের দ্বৈরথে তৈরি হলো ১১ টি নয়া রেকর্ড !!
নজর কাড়লেন শিহাব-রিজানরা-
ব্যাট করতে নামা বাংলাদেশকে প্রথমেই ধাক্কা দিয়েছিলেন বাংলার যুধাজিৎ গুহ (Yudhajit Guha)। সপ্তম ওভারের প্রথম ডেলিভারিতে বোল্ড করেন ওপেনার কালাম সিদ্দিকি আলিন’কে। ২০ রান করে আউট হন আরেক ওপেনার জাওয়াদ আবরার। অধিনায়ক আজিজুল হাকিম তামিম করেন ১৬ রান। ৬৬ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বসা বাংলাদেশের হয়ে প্রতিরোধ গড়ে তোলেন মহম্মদ শিহাব জেমস (Md Shihab James) ও মহম্মদ রিজান হোসেনরা। ৬২ রানের জমাটি পার্টনারশিপ গড়েন তাঁরা। শিহাবের ব্যাট থেকে আসে ৪০। ৬৫ বলে ৪৭ করেন রিজান। উইকেটরক্ষক ফরিদ হাসান ফয়সল’ও ৩৯ রান যোগ করেন স্কোরবোর্ডে। ৪৯.১ ওভারে ১০ উইকেট খুইয়ে ১৯৮ তুলতে সক্ষম হয়েছিলো বাংলাদেশ। ভারতীয় অনুর্দ্ধ-১৯ দলের হয়ে ২টি করে উইকেট নেন যুধাজিৎ গুহ, চেতন শর্মা ও হার্দিক রাজ (Hardik Raj)। ১টি করে সাফল্য কে পি কার্তিকেয় ও আয়ুষ মাথরের।
রান পান নি বৈভব, ব্যর্থ টপ-অর্ডার-
সংযুক্ত আরব আমিরশাহীর বিপক্ষে অপরজিত ৭৬ রানের ইনিংস খেলেছিলেন বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। সেমিফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধেও করেছিলেন জমজমাট ৬৭ রান। ১৩ বর্ষীয় কিশোরের থেকে তাই প্রত্যাশা ছিলো আকাশছোঁয়া। কিন্তু বাংলাদেশের বিপক্ষে ফাইনালে (U19 Asia Cup) হতাশই করলেন তিনি। ৭ বলে ৯ রান করেই ফেরেন সাজঘরে। ইনিংসের পঞ্চম ওভারের চতুর্থ বলে তাঁকে আউট করেন মারুফ মৃধা (Maruf Mridha)। বৈভব ফেরার আগেই অবশ্য ধাক্কা খেয়েছিলো টিম ইন্ডিয়ার ইনিংস। দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে অন্য ওপেনার আয়ুষ মাথরে’কে সাজঘরে ফিরিয়েছিলেন আল ফাহাদ (Al Fahad)। আন্দ্রে সিদ্ধার্থ সি, কে পি কার্তিকেয়’র মত ব্যাটাররাও সামলাতে পারলেন না ফাইনালের চাপ। যথাক্রমে ২০ ও ২১ রান করে উইকেট ছুঁড়ে দিয়ে আসেন। টপ-অর্ডারের ব্যর্থতায় রাস্তা কঠিন হয়ে দাঁড়িয়েছিলো ভারতের।
অধিনায়ককে সঙ্গ দিলেন না কেউই-
৭৩ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে বসার পরেও আশা বেঁচে ছিলো ভারতের। কিন্তু অনুর্দ্ধ-১৯ এশিয়া কাপের (U19 Asia Cup) ফাইনালে ‘বয়েজ ইন ব্লু’কে ঘুরে দাঁড়ানোর পথ দেখাতে পারলেন না কেউই। নজর ছিলো নিখিল কুমারের দিকে। আজ খাতা খোলার আগেই ইকবাল হোসেন ইমনের (Iqbal Hossain Emon) শিকার হয়ে মাঠ ছাড়েন তিনি। উইকেটরক্ষক হরবংশ সিং-এর অফ ফর্ম অব্যাহত। ৬ রানের বেশী এগোতে পারেন নি তিনিও। তাঁকেও ফেরান ইমন। কিরণ চোরমালেও আউট হন ১ রান করে। সংক্ষিপ্ত এক পার্টনারশিপ হয়েছিলো অধিনায়ক মহম্মদ আমান (Mohamed Amaan) ও অলরাউন্ডার হার্দিক রাজের মধ্যে। কিন্তু ফলপ্রসূ হয় নি তাও। ক্রিজের এক প্রান্তে টিকে থেকে দলকে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন আমান। ৬৫ বল খেলেন তিনি। কিন্তু আটকে রইলেন ২৬-এই।
ব্যর্থ লোয়ার অর্ডারের লড়াই-
দিনকয়েক আগে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষেও টপ-অর্ডারের ধস হারের মুখে ঠেলে দিয়েছিলো ভারতীয় অনুর্দ্ধ-১৯ দল’কে। আজকের ফাইনালেও দেখা গেলো একই চিত্র। সেদিনের মতই আজও লড়াই করলেন লোয়ার অর্ডারের ব্যাটাররা। কিন্তু কাজের কাজ কিছু হয় নি তেমন। হার্দিক রাজ ২১ বলে করলেন ২৪ রান। চেতন শর্মা ১২ বলে ১০ রান করেন। অপরাজিত রইলেন বাংলার যুধাজিৎ গুহ। ৪ বলে তাঁর সংগ্রহ ৫ রান। শেষ তিন ব্যাটার মিলে ৩৯ রান যোগ করেছেন ভারতীয় শিবিরের স্কোরবোর্ডে। সেখানে প্রতিষ্ঠিত ব্যাটারদের মধ্যে ছয় জন দশের গণ্ডী পেরোতে পারেন নি আজ। ইমন-তামিমদের বোলিং বিক্রমে ১৩৯-এ গুটিয়ে যায় ভারতের ইনিংস। ৫৯ রানের ব্যবধানে জিতে টানা দ্বিতীয় বার অনুর্দ্ধ-১৯ এশিয়া কাপ (U19 Asia Cup) নিজেদের হাতের মুঠোয় নিলো বাংলাদেশ।