ক্রিকেটারদের ব্যক্তিগত জীবনে অনেক উত্থান-পতনের মধ্যে দিয়ে যেতে হয়। আধুনিক ক্রিকেটে ক্রমবর্ধমান কাজের চাপ বৃদ্ধি পাওয়ায় ধারাবাহিকভাবে চোটের সম্মুখীন হয়ে বহু তারকা কম বয়সেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করছেন। আবার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খুব তাড়াতাড়ি সফলতা অর্জন করেও অল্প বয়সেই ভুল পথে চালিত হচ্ছেন বেশ কিছু তরুণ ক্রিকেটার। তাদের মধ্যে সাম্প্রতিক সময়ে ভারতের পৃথ্বী শ (Prithvi Shaw) অন্যতম একটি নাম। এবার এর মধ্যেই প*র্ণ সাইটে অ্যাকাউন্ট খুললেন মুম্বাই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) প্রাক্তন তারকা ক্রিকেটার।
Read More: বাদ সঞ্জু স্যামসন, ভারতীয় টি-টোয়েন্টি দলে কামব্যাক করতে চলেছেন এই তারকা ব্যাটসম্যান !!
পর্ণ সাইটে তারকা ক্রিকেটার-

অনলি ফ্যানস বর্তমানে অন্যতম জনপ্রিয় একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। অ্যাডাল্ট কন্টেন্ট সাবস্ক্রিপশনের মধ্যমে এই প্ল্যাটফর্ম দেখতে পান ব্যবহারকারীরা। ফলে প*র্ণ সাইটের সঙ্গেই অনলি ফ্যানস সাইটটিকে তুলনা করা হয়ে থাকে। এবার এই কুখ্যাত প্ল্যাটফর্মে নিজের অ্যাকাউন্ট খুলে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন টাইমাল মিলস (Tymal Mills)। ফলে বর্তমানে এই ইংলিশ তারকা খবরের শিরোনামে উঠে এসেছেন। উল্লেখ্য তিনি দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে রয়েছেন।
এবার নিজের ব্যক্তিগত জীবনের ওঠাপড়া ভক্তদের সামনে তুলে ধরার জন্য অনলি ফ্যানস সাইটে অ্যাকাউন্ট খুললেন টাইমাল (Tymal Mills)। তিনি সংবাদমাধ্যমে এই বিষয়ে বলেন, “যারা আপনার খুব কাছের মানুষ তাদের সঙ্গে এখানে সরাসরি কথা বলতে পারবেন। আমি আমার জীবনের ওঠা-পড়া সবকিছু নিয়ে ভক্তদের সঙ্গে কথা বলবো। আমি জানি এই প্ল্যাটফর্মটিকে মানুষজন কিসের সঙ্গে তুলনা করে থাকে। কিন্তু আমি এখানে এই সবকিছুর জন্য আসিনি। এই এমন কিছু করবো না যা ভক্তদের খারাপ লাগে।” বর্তমানে টাইমালের অ্যাকাউন্ট সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগবে না। তবে পরবর্তীতে বিশেষ কিছু ভিডিও দেখার জন্য টাকা দিতে হবে বলে জানা যাচ্ছে।
আইপিএলে খেলেছেন টাইমাল-

আইপিএল (IPL 2025) বিশ্বের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে ২০১৭ সালে ১২ কোটি টাকায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) টাইমাল মিলসকে (Tymal Mills) দলে নিয়েছিল। এরপর ২০২২ সালে তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের (MI) অংশ ছিলেন। খুব দুরন্ত গতির কারণে এক সময় খুবই জনপ্রিয় হয়ে উঠেছিলেন এই ইংলিশ তারকা। কিন্তু ধারাবাহিকভাবে চোট সমস্যার কারণে দীর্ঘদিন জাতীয় দলে জায়গা করে নিতে পারছেন না।
শেষবার জাতীয় দলের জার্সিতে ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নেমেছিলেন টাইমাল (Tymal Mills)। এখনও পর্যন্ত এই তারকা পেসার দেশের হয়ে ১৬ ম্যাচে ১৪ টি উইকেট সংগ্রহ করেছেন। আইপিএলে তিনি ১০ ম্যাচে পেয়েছেন ১১ টি উইকেট। এর সঙ্গেই ৩২ টি প্রথম শ্রেণীর ক্রিকেটে তার সংগ্রহে আছে ৫৫ টি উইকেট।