আই পি এল ২০২১ এর ভবিষ্যৎ এবার বিপন্ন। কারণ কলকাতা নাইট রাইডার্স ক্যাম্পে কিছু প্লেয়ার করোনা আক্রান্ত। এই কারণে তাদের আগামী ম্যাচ, যা তাদের খেলার কথা ছিল রয়্যাল চ্যালেঞ্জর্স বেঙ্গালুরুর বিরুদ্ধে, সেটিকে আপাতত স্থগিত করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, এই ঘটনার যে একটি নেতিবাচক প্রভাব পড়তে পারে গোটা টুর্নামেন্টের উপরে, সে কথাও উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা।
এই বছর আই পি এল শুরুর আগে কয়েকজন প্লেয়ার করোনা আক্রান্ত হয়েছিলেন ঠিকই, কিন্তু তার জন্য আই পি এল বন্ধ রাখার কোনো দরকার মনে করেনি বিসিসিআই কর্তৃপক্ষ। আই পি এল ২০২১ এখন অব্দি চলেছে নির্বিঘ্নেই, এবং যে কয়েকজন প্লেয়ার করোনা আক্রান্ত হয়েছিলেন, যেমন নীতিশ রানা, দেবদত্ত পাদিককাল এবং আকসার প্যাটেল, তারা প্রত্যেকেই সুস্থ হয়ে ফিরে এসেছেন এবং নিজের নিজের টিম, যথা কলকাতা নাইট রাইডার্স, রয়্যাল চ্যালেঞ্জর্স বেঙ্গালুরু এবং দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলছেন।
এবার নাইট রাইডার্সের যে দুজন প্লেয়ার আক্রান্ত হয়েছেন, তারা হলেন স্পিনার বরুন চক্রবর্তী এবং পেসার সন্দীপ ওয়ারিয়র। এই খবর সামনে আসা মাত্রই কে কে আর এর প্লেয়াররা এবং সাপোর্ট স্টাফ সমেত সবাই এখন হোটেল বন্দি হয়ে সেলফ আইসোলেশনে আছেন। আর সি বি এর সাথে তাদের ম্যাচটি স্থগিত ঘোষণা করা হয়েছে। এটি এই টুর্নামেন্টের ৩০ নম্বর ম্যাচ ছিল।
কে কে আর এর এই দুজন প্লেয়ারের টেস্ট রিপোর্ট যদি পসিটিভ আসে, সে ক্ষেত্রে পুরো টিম সমেত সব প্লেয়ারকে আইসোলেশনে থাকতে হবে বিসিসিআই এবং আই পি এল এর নিয়ম অনুযায়ী। সে ক্ষেত্রে টুর্নামেন্টের ভবিষ্যৎ কি হবে, সেই নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে কে কে আর তথা বাকি টিমগুলোর মধ্যে। এমনিতে কে কে আর এর অবস্থা এবছর বেশ খারাপ। নতুন অধিনায়ক ইয়োইন মর্গ্যানের অধীনে তারা এখন অব্দি তাদের সাতটি ম্যাচের ভিতর জিতেছে মাত্র দুটিতে। এখন তারা রয়েছে আই পি এল টেবিলে সাত নম্বরে।
তাদের এই দুরবস্থার জন্য অনেকেই দায়ী করছেন টিমের অনেক প্লেয়ারের দায়সারা মনোভাবকে। দুই তরুণ ওপেনার শুভমান গিল এবং নীতিশ রানাকেও বহু অংশে দোষারোপ করা হচ্ছে। বোলারদের পারফরমেন্স নিয়েও যে কেউ খুব একটা সন্তুষ্ট নয়, তার প্রমাণও পাওয়া গেছে অনেক ক্ষেত্রে। মোটের উপর এ বছর কে কে আর যে তাদের স্বমহিমায় আস্তে পারছেনা, এ কথা মেনে নিতে কেউই কার্পণ্য করছেন না।
একই সুর শোনা গেছে কে কে আর এর মুখ্য কোচ ব্রেন্ডন ম্যাককালাম এর গলাতেও। তার মতে দলে কিছু পরিবর্তন করা প্রয়োজন। যদিও তিনি এ ব্যাপারে বিশদে কিছু বলেননি, তাও দলে যে কিছু হেরফের অবশ্যম্ভাবি, এ কথা মেনে নিয়েছেন কে কে আর এর প্রাক্তন ওপেনার।
কে কে আরের পরের ম্যাচে তারা মুখোমুখি হবে টেবিলের শীর্ষস্থানে থাকা দিল্লি ক্যাপিটালস এর। কিন্তু এই ঘটনার পর যে তাদের জন্য কি অপেক্ষা করছে , সেটা একমাত্র ভবিষ্যতই বলতে পারবে।