জেসন হোল্ডার-

লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের রিলিজ তালিকার সবচেয়ে বড় নাম নিঃসন্দেহে জেসন হোল্ডার(Jason Holder)। বিগত আইপিএল নিলামে তাঁকে পাওয়ার জন্য মরিয়া হয়ে ঝাঁপিয়েছিলো সুপার জায়ান্টস। তীব্র লড়াইয়ের পর ৮.৭৫ কোটি টাকায় তাঁকে দলে নিতে সক্ষম হয়েছিলো তারা। কিন্তু পারফর্ম সেই হিসেবে করতে পারেন নি হোল্ডার। ১২ ম্যাচে ১৪ উইকেট নিলেও ৮ ইনিংসে মাত্র ৫৮ রান করেছিলেন তিনি। এর জেরে এক বছরেই বলা চলে মোহভঙ্গ হয়েছে দলের। খেসারত হিসেবে দলে জায়গা হারালেন হোল্ডার। তবে হোল্ডারের মত প্রতিভাবান খেলোয়াড়’কে মাত্র এক বছরের পারফর্ম্যান্সের ভিত্তি’তে বাদ দেওয়া কতটা যুক্তিযুক্ত, তা নিয়ে উঠছে প্রশ্ন। ২০২২ সালের পারফর্ম্যান্স আশানুরূপ না হলেও মাত্র ১ বছর আগেই আইপিএলে ৮ ম্যাচে ১৬ উইকেট নিয়েছিলেন তিনি। বোলিং গড় ছিলো মাত্র ১৫’র আশেপাশে। ইকোনমি রেট ছিলো ৭.৭৫। আর স্ট্রাইক রেট মাত্র ১১.৯৩। হোল্ডারের প্রতিভার কথা মাথায় রেখে তাঁর প্রতি আরও একটু আস্থা দেখানো উচিৎ ছিলো লক্ষ্ণৌ দলের। তাঁকে বাতিল করে সমস্যায় পড়তে পারেন কে এল রাহুল, রবি বিষ্ণৈ’রা।