ইভিন ল্যুইস-

ক্যারিবিয়ান বিগ হিটার ইভিন ল্যুইস’কেও(Evin Lewis) রিলিজ করে দিয়েছে লক্ষ্ণৌ সুপারজায়ান্টস। ওপেনিং-এ এসে পাওয়ার-প্লে’র ফায়দা তুলতে দারুণ পারেন ল্যুইস। আরেকজন সুপারজায়ান্ট ওপেনার কে এল রাহুলের বিরুদ্ধে প্রায়ই অভিযোগ ওঠে মন্থর ব্যাটিং করার। সেখানে ল্যুইসের ধুমধাড়াক্কা ব্যাটিং দলের সম্পদ হয়ে উঠতে পারত। স্থিতধী রাহুলের পরিপূরক হয়ে উঠতে পারতেন ইভিন ল্যুইস। ২০২২ এর মেগা অকশনে তাঁকে নিলেও যথেষ্ঠ সুযোগ দিতে পারে নি লক্ষ্ণৌ। মাত্র ৬ টি ম্যাচেই তাঁকে সুযোগ দেয় তাঁরা। পছন্দের ওপেনার পজিশন থেকে সরিয়ে আনা হয় ফিনিশারের ভূমিকায়। ৬ ম্যাচে ৭৩ রান করেন তিনি। এর মধ্যেও একটি দারুণ ৫৫* ইনিংস খেলেছিলেন ইভিন। ২০২১ আইপিএলে’ও মাত্র ৫ ম্যাচে ১৫১ রান করেছিলেন তিনি। ল্যুইস’কে বাতিল করে বেশ বড় ভুল করেছে লক্ষ্ণৌ, মনে করছেন অনেকেই।