বিরাট কোহলি- ৭টি পুরষ্কার

সকলের প্রত্যাশামত প্রথম স্থানে রয়েছেন ‘কিং কোহলি।’ টি-২০ বিশ্বকাপে কোহলি বারবার বুঝিয়ে দেন কেনো সকলের থেকে আলাদা তিনি। কুড়ি-বিশের ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বড় ম্যাচ উইনার কোহলি বিশ্বমঞ্চে ম্যাচের সেরা হয়েছেন ৭ বার। চলতি টি-২০ বিশ্বকাপের চার ম্যাচের মধ্যে ২ টিতে হয়েছেন ম্যান অফ দ্য ম্যাচ। দুই উপমহাদেশীয় প্রতিদ্বন্দ্বী পাকিস্তান এবং বাংলাদেশের বিপক্ষে ৮২* ও ৬৪* রান করে জিতে নিয়েছেন দু’টি পুরষ্কার। অস্ট্রেলিয়ায় ২০২২ সালে টি-২০ বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন তিনি। এর আগে ২০১৬ সালে মোহালি’তে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে করেছিলেন ম্যাচ জেতানো ৮২*, সেদিন জুটেছিলো সেরা’র সন্মান। ২০১৬ বিশ্বকাপেই ইডেনে ভেজা পিচে পাকিস্তাবের বিরুদ্ধে ৩৭ বলে ৫৫* করে আরও একটি ম্যান অফ দ্য ম্যাচ নিজের ঝুলিতে ভরেছিলেন কোহলি। ৭ বারের ম্যাচের সেরা শুধু নয়, একমাত্র ক্রিকেটার হিসেবে দু’টি আলাদা টি-২০ বিশ্বকাপের(২০১৪, ২০১৬) ‘প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট’ তিনিই।