TOP3: টি-২০ বিশ্বকাপে ভারতের সর্বাধিক ম্যান অফ দ্য ম্যাচ জয়ী ৩ ক্রিকেটার !! 1

২০০৭ সালে যখন টি-২০ বিশ্বকাপের পরিকল্পনা প্রথমবার বাস্তব রূপ লাভ করে কেউ ভাবতে পারেনি ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্যাট’টি গোটা খেলাটার খোলনলচে বদলে দেবে। তারপর আইপিএল, বিবিএল ইত্যাদি আসার পর ক্রিকেট বলতে অনেকেই এখন টি-২০ কে বোঝেন। ২০২২ সাল অব্দি ৮ বার অনুষ্ঠিত হয়েছে টি-২০ বিশ্বকাপ। ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকা’তে জেতে ভারত। ২০১৪ ও ২০১৬ সালে ফাইনাল এবং সেমিফাইনালে গিয়ে থেমে যায় ভারতের রথ। এই বছর অস্ট্রেলিয়ার মাটি’তে প্রায় দেড় দশক পর কাপ জিততে মরিয়া রোহিত শর্মা অ্যান্ড কোং। আপাতত ৪ টি ম্যাচে ৩ জয় নিয়ে নিজেদের গ্রুপের শীর্ষেই রয়েছে দল। অপেক্ষা চলছে সেমিফাইনালের। ৮ টি বিশ্বকাপেই ‘টিম ইন্ডিয়া’র নীল জার্সি গায়ে অনেক চোখধাঁধানো পারফর্ম্যান্স করেছেন অনেকেই। জিতেছেন ম্যাচের সেরা’র পুরষ্কার। সবচেয়ে বেশীবার এই পুরষ্কার ঝুলিতে পুরেছেন কোন তিন ভারতীয়? রইলো সেই তালিকা

যুবরাজ সিং- ৩টি পুরষ্কার

Yuvraj Singh | image: Gettyimages
Indian all-rounder Yuvraj Singh hit Stuart Broad for six sixes in an over

ভারতীয় ক্রিকেটে ‘ম্যাচ উইনার’ বলতে যে কয়জন খেলোয়াড়ের নাম মাথায় আসে তার মধ্যে একজন যুবরাজ সিং। টি-২০ বিশ্বকাপের ইতিহাসে যুবরাজের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে তাঁর স্টুয়ার্ট ব্রড’কে মারা ৬ টি ছক্কা’র কারণে। ২০০৭ সালে ডারবানে গ্রুপ-ই’র ম্যাচে ব্রডের এক ওভারের ছয় বলের ছটিকেই মাঠের বাইরে পাঠিয়ে দেন যুবরাজ। সেই ম্যাচে করেন ১৬ বলে ৫৮। তাঁর অর্ধশতক এসেছিলো মাত্র ১২ বলে। স্বভাবতই ম্যাচের সেরা হিসেবে তাঁকে ছাড়া কাউকে ভাবতে পারেন নি উদ্যোক্তা’রা। এছাড়াও অস্টেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে আরও একটি ম্যাচের সেরা পুরষ্কার জমা হয় যুবি’র পকেটে। ২০১২ সালে দক্ষিণ আফ্রিকা’র বিপক্ষে সুপার-এইট পর্বের ম্যাচেও ম্যাচের সেরা হয়েছিলেন যুবরাজ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *