রবিচন্দ্রণ অশ্বিন- ৩টি পুরষ্কার

চলতি টি-২০ বিশ্বকাপে বিশেষ আহামরি পারফর্ম্যান্স করতে পারেন নি রবিচন্দ্রণ অশ্বিন এখনও। তবে টি-২০ বিশ্বকাপে তিনিও বেশ কিছু মনে রাখার মতন ম্যাচ উপহার দিয়েছেন ভারতের ক্রিকেটপ্রেমীদের। কুড়ি-বিশের বিশ্বমঞ্চে যুবরাজের মত ৩ বার ম্যাচের সেরা পুরষ্কার পেয়েছেন অশ্বিন’ও। অশ্বিন প্রথম ম্যান অফ দি ম্যাচ পুরষ্কার পান ২০১৪ সালে বাংলাদেশের বিরুদ্ধে। ঢাকা’র শের-ই-বাংলা স্টেডিয়ামে আয়োজক বাংলাদেশ’কে ৮ উইকেটে হারিয়েছিলো ভারত। অশ্বিন প্রথম ইনিংসে বল করে নিজের ৪ ওভারে ১৫ রান দিয়ে ২ টি উইকেট নেন। তাঁর প্রদর্শনের জন্য ম্যাচের সেরা হন তিনি। সেই বিশ্বকাপেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩.২ ওভারে মাত্র ১১ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন তিনি। আরও একবার পান ম্যান অফ দ্য ম্যাচ পুরষ্কার। এরপরে ২০১৬ সালেও ভারতের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয়বার এই সন্মান জোটে তাঁর।