IPL 2025: আইপিএলের (IPL) জন্মলগ্ন থেকেই টুর্নামেন্টের অংশ পাঞ্জাব ফ্র্যাঞ্চাইজি। কিন্তু এখনও পর্যন্ত একবারও ট্রফি জেতে নি তারা। ২০১৪ সালে ফাইনাল খেলা ছাড়া আর কোনো উল্লেখযোগ্য সাফল্যও নেই তাদের। একটানা দশ বছর জোটে নি প্লে-অফের ছাড়পত্র। ক্রমে জাঁকিয়ে বসা এই অন্ধকার দূর করে এবার আলোয় ফিরতে চায় তারা। রিটেনশন তালিকা প্রকাশের সময় বড়সড় চমক দিয়েছে পাঞ্জাব (PBKS)। তারকাদের ছেঁটে ফেলে কেবল দুই আনক্যাপড তারকা-প্রভসিমরণ সিং ও শশাঙ্ক সিং-কে ধরে রেখেছে তারা। ১২০ কোটি টাকার অকশন পার্স থেকে রিটেনশন বাদ তাদের খরচ হয়েছে কেবল ৯.৫ কোটি টাকা। আগামী ২৪ ও ২৫ তারিখের মেগা নিলামে সর্বোচ্চ ১১০.৫ কোটি টাকা হাতে নিয়ে বসবে তারা। একাধিক সুপারস্টার যে আগামী মরসুমে পাঞ্জাব (PBKS) জার্সি গায়ে চাপাচ্ছেন, তা বলেই দেওয়া যায়।
Read More: নেতৃত্বে ফিরছেন শ্রেয়স আইয়ার, মেগা নিলামের আগেই সামনে চমকপ্রদ তথ্য !!
ঋষভ পন্থ-
দিল্লী ক্যাপিটালস ঋষভ পন্থ’কে (Rishabh Pant) ছেড়ে দেওয়ায় অবাক হয়েছে ক্রিকেটমহল। ২০১৬ থেকে দিল্লীতে ছিলেন উইকেটরক্ষক-ব্যাটার। ২০২২ সাল থেকে সামলাচ্ছিলেন অধিনায়কত্ব’ও। গত কয়েক বছর ক্যাপিটালস (DC) শিবিরের ঘরের ছেলে হয়ে উঠেছিলেন তিনি। কিন্তু ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তারা যেভাবে দলের খোলনলচে বদলে ফেলতে চেয়েছিলেন তাতে সায় ছিলো না পন্থের (Rishabh Pant), জানা গিয়েছে সূত্র মারফত। বিশেষ করে কোচের পদ থেকে রিকি পন্টিং-কে সরাতেই চরমে পৌঁছায় তিক্ততা। অজি প্রাক্তনী-কে এবার দায়িত্ব দিয়েছেন প্রীতি জিন্টারা। বিশেষজ্ঞমহলের ধারণা যে পন্টিং-এর হাত ধরেই ঋষভ পন্থের পরবর্তী গন্তব্য হতে পারে পাঞ্জাব কিংস। শিখর ধাওয়ান অবসর নেওয়ায় খালি ক্যাপ্টেনের কুরসীও। সেখানে বস্তে পারেন ঋষভ। তাঁর জন্য ২৫ কোটি খরচেও পিছপা হবে না ফ্র্যাঞ্চাইজি।
গ্লেন ম্যাক্সওয়েল-
রিটেনশনে বিশেষ টাকা খরচ করে নি পাঞ্জাব কিংস (PBKS)। ফলে নিলামে মহাতারকাদের পিছনে সহজেই ছুটতে পারে তারা। মনে করা হচ্ছে অস্ট্রেলীয় তারকা গ্লেন ম্যাক্সওয়েল’কে (Glenn Maxwell) দলে ফেরাতে উদ্যত হবেন প্রীতি জিন্টা, নেস ওয়াদিয়ারা। ২০১৪র আইপিএলে (IPL) পাঞ্জাব জার্সিতে অনবদ্য পারফর্ম্যান্স করেই লাইমলাইটে এসেছিলেন ম্যাক্সওয়েল। এরপর ২০১৭ অবধি পাঞ্জাবেই ছিলেন তিনি। এরপর দিল্লী ঘুরে ফের ২০২০-২১ মরসুমে ফিরেছিলেন পাঞ্জাবে। কিন্তু সেবার আশানুরূপ পারফর্ম্যান্স করতে না পারায় রিলিজ করে দেওয়া হয়েছিলো তাঁকে। এরপর তিন মরসুম তাঁর কেটেছে বেঙ্গালুরুতে। মেগা অকশনের পর আরও একবার পাঞ্জাবের জার্সিই গায়ে চাপাতে পারেন ম্যাক্সওয়েল। ২০২৪ সালে ১৫টি আন্তর্জাতিক টি-২০তে ১৬৭ স্ট্রাইক রেট ও ৩৩ গড়ে ৩৮৯ রান করেছেন তিনি। ফর্মে থাকা তারকার উপর বাজি ধরতে পারেন কোচ পন্টিং।
অ্যাডাম জাম্পা-
কোচ পন্টিং-এর হাত ধরে পাঞ্জাবের অজি কানেকশন সুদৃঢ় হওয়ার সম্ভাবনা। রিটেনশন তালিকায় একজন’ও বোলারকে স্থান দেয় নি কিংস’রা। স্পিন ও পেস, দুই বিভাগকেই নিলামে সমৃদ্ধ করার চ্যালেঞ্জ নিয়ে আসরে নামবে টিম ম্যানেজমেন্ট। আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন স্পিনারদের মধ্যে অ্যাডাম জাম্পাকে (Adam Zampa) নিশানা করতে পারে পাঞ্জাব। অতীতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, রাজস্থান, রাইজিং পুণে সুপারজায়ান্টসের মত ফ্র্যাঞ্চাইজির হয়ে আইপিএল (IPL) খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। গত এক-দুই বছরে সাদা বলের ক্রিকেটে নিঃসন্দেহে অন্যতম সেরা বোলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন জাম্পা। ২০২৩-এর ওডিআই বিশ্বকাপে ভারতের মাটিতে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী ছিলেন তিনি। চলতি বছর ২০ আন্তর্জাতিক টি-২০তে ১৭.৪০ গড়ে ৩৩ উইকেট নিয়েছেন তিনি। মোহালি বা মুল্লানপুরে তাঁকে কার্যকরী অস্ত্র হিসেবে ব্যবহার করা যেতে পারে।
মোহিত শর্মা-
আসন্ন মেগা নিলামে আরও এক পুরনো অস্ত্রের উপর বাজি লাগাতে পারে পাঞ্জাব কিংস (PBKS) ফ্র্যাঞ্চাইজি। দলে ফেরানো হতে পারে মোহিত শর্মা’কে (Mohit Sharma)। একসময় চেন্নাই সুপার কিংসের জার্সিতে পার্পল ক্যাপ অবধি জিতেছিলেন তিনি। ২০১৬ থেকে ২০১৮ অবধি তিনি খেলেছেন পাঞ্জাব কিংসের (PBKS) হয়ে। ৩৭ ম্যাচে নিয়েছিলেন ৩৩ উইকেট। ২০১৯-এর পর কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছিলো তাঁকে। বল হাতে পুনর্জন্ম হয় ২০২৩-এ গুজরাত টাইটান্সের (GT) হয়ে। শেষ দুই মরসুমে ৪০ উইকেট নিয়েছেন মোহিত। ডান হাতি পেসার নতুন বল হাতে যেমন কার্যকরী, তেমনই ঘাতক পুরনো বল হাতে। পেস বিভাগকে শক্তিশালী করতে মোহিত’কে (Mohit Sharma) আসন্ন আইপিএলে (IPL) দলে নেওয়ার চেষ্টা করতে পারেন প্রীতি জিন্টারা (Preity Zinta)।
ট্রেন্ট বোল্ট-
পেস বিভাগের জন্য পাঞ্জাব নিশানা করতে পারে ট্রেন্ট বোল্টকেও (Trent Boult)। নতুন বল’কে দারুণ ভাবে কাজে লাগাতে পারেন নিউজিল্যান্ডের তারকা পেসার। পাওয়ার প্লে’তে প্রতিপক্ষকে ব্যাকফুটে ঠেলে দেওয়ার কাজে তাঁর সমতূল্য খুব কম বোলারই রয়েছেন ক্রিকেটদুনিয়ায়। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল (IPL) অভিষেক হলেও বোল্ট সেরা সময় কাটিয়েছেন রাজস্থান রয়্যালসের (RR) হয়ে। গত কয়েক বছরে একের পর এক অনবদ্য পারফর্ম্যান্স করতে দেখা গিয়েছে তাকে। তা সত্ত্বেও এবার রিটেনশন তালিকায় জায়গা হয় নি তাঁর। সেই সুযোগই কাজে লাগাতে পারে পাঞ্জাব (PBKS)। আর্শদীপ সিং, কাগিসো রাবাডা, নাথান এলিসদের মত পেসারদের এবার রিলিজ করে দিয়েছেন প্রীতি জিন্টারা। সেই শূন্যস্থান পূরণে বাজি ধরা হতে পারে বোল্টের উপর।