স্টিভ স্মিথ-

পুণে ওয়ারিয়র্স ইন্ডিয়া, রাইজিং পুণে সুপারজায়ান্টস, রাজস্থান রয়্যালস, দিল্লী ক্যাপিটালসের মত দলের হয়ে দীর্ঘদিন আইপিএল খেলার অভিজ্ঞতা রয়েচে প্রাক্তন অস্ট্রেলীয় অধিনায়ক স্টিভ স্মিথের (Steve Smith)। একাধিক তারকার মত স্মিথ’ও (Steve Smith) এই মরসুমে আন্তর্জাতিক ক্রিকেটেই ফোকাস করতে চাইছেন। ভারত সফরে এসে প্রথম দুটো টেস্টে আশানুরূপ খেলতে পারেন নি তিনি।
ইন্দৌর এবং আহমেদাবাদ টেস্টে বড় ইনিংস খেলতে চাইবেন তিনি। এছাড়াও রয়েছে অ্যাসেজ। এবং সবশেষে বিশ্বকাপ। আইপিএল থেকে বিশ্রাম নিয়ে আন্তর্জাতিক ক্রিকেতের জন্য নিজেকে তরতাজা রাখাই এখন তাঁর লক্ষ্য।
Virat Kohli | Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur