অ্যালেক্স হেলস-

ইংল্যান্ডের টি-২০ বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক অ্যালেক্স হেলসকেও (Alex Hales) দেখা যাবে না এইবারের আইপিএলে। তাঁকে ‘রিটেন’ করতে চেয়েছিলো কলকাতা নাইট রাইডার্স (KKR)। কিন্তু আগেই তিনি জানিয়ে দেন যে ষোড়শ মরসুমে খেলতে রাজী নন তিনি।
এর আগে মুম্বই ইন্ডিয়ান্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদের মত দলের হয়ে আইপিএল খেলেছেন হেলস (Alex Hales)। ২০২৩ মরসুমে ক্রিকেটসূচীর চাপের কথা মাথায় রেখেই দুই মাসব্যপী ফ্র্যাঞ্চাইজি লীগ থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন হেলস।