প্যাট কামিন্স-

অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স’কে (Pat Cummins) দেখা যাবে না আইপিএলের ষোড়শ মরসুমে। নিলামপর্বের আগেই কামিন্স জানিয়ে দিয়েছিলেন যে এই বছর ফ্র্যাঞ্চাইজি লীগ খেলতে ভারতে আসছেন না তিনি। কলকাতা নাইট রাইডার্স (KKR) কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানান তাঁকে রিলিজ দিয়ে দিতে।
২০২৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটের ঠাসা সূচী রয়েছে। অস্ট্রেলিয়া দলের হয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিরিজ খেলতে হবে কামিন্স’কে (Pat Cummins)। এর মধ্যে রয়েছে ভারতের বিরুদ্ধে বর্ডার-গাওস্কর ট্রফি, ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাসেজের মত প্রতিযোগিতা। এছাড়াও বছরের শেষ দিকে রয়েছে একদিনের বিশ্বকাপ।
সবদিক খেয়াল রেখে দেশের জার্সিতে তরতাজা হয়ে মাঠে নামতে চান অধিনায়ক কামিন্স (Pat Cummins)। সেই কারণেই কোটিপতি লীগের হাতছানিতে এই বছর সাড়া দিচ্ছেন না তিনি।
মিচেল স্টার্ক-

অস্ট্রেলীয় তারকা পেসার মিচেল স্টার্ককেও (Mitchell Starc) দেখা যাবে না এই বছরের আইপিএলে। নিলাম্পর্বের আগেই নিজেকে সিরিয়ে নিয়েছেন তিনি। দেশের জার্সিতেই নিজের সর্বস্বটুকু উজাড় করে দিতে চাইছেন তিনি। ভারত সফর রয়েছে, রয়েছে অ্যাসেজ। এছাড়াও একদিনের বিশ্বকাপের মত কঠিন প্রতিযোগিতা। সেই কারণেই আইপিএলের দুই মাস বিশ্রামে থাকতে চান স্টার্ক (Mitchell Starc)।
আইপিএল না খেলা অবশ্য অজি পেসারের জন্য নতুন কিছু নয়। ২০১৫ সালে শেষবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সিতে খেলেছিলেন তিনি। এরপর আর ভারতে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলতে দেখা যায় নি তাঁকে।