ম্যান ম্যানেজমেন্ট-

ভালো অধিনায়ক হতে গেলে যে ভালো ম্যান ম্যানেজার হতে হয়, তারকাদের ইগো সামলানোর উপায় জানতে হয় তা প্রায়শই বলে থাকেন ক্রিকেট বিশেষজ্ঞরা। এই বিষয়টিতেও হার্দিকদের পিছনে ফেলেছেন সূর্যকুমার (Suryakumar Yadav)। রোহিতের অবর্তমানে যখনই দায়িত্ব সামলাতেন হার্দিক, অধিকাংশ ম্যাচেই মেজাজ হারিয়ে সতীর্থদের গালিগালাজ করতে শোনা যেত তাঁকে। সূর্য আবার সম্পূর্ণ উলটো। বড় দাদার মত সতীর্থদের সাথে মেশেন তিনি। তাঁদের মতামতকে গুরুত্ব দেন। অক্ষর প্যাটেল তাই প্রকাশ্যেই বলেছেন, “সূর্যকুমার একজন বোলারের কাছে স্বপ্নের অধিনায়ক কারণ ও বোলারদের যথেষ্ট স্বাধীনতা আর সমর্থন দেয়।” একই কথা শোনা গিয়েছে আর্শদীপ সিং-এর মুখেও। “আবেগ সংবরণ করতে পারেন উনি। কখনও বোলারদের চাপ অনুভব করেত দেন না,” জানিয়েছেন বাম হাতি ফাস্ট বোলার।