সূর্যের জন্য চোট বাধা নয়-

অধিনায়কত্বের দৌড়ে সূর্যের প্রধান প্রতিদ্বন্দ্বী যিনি ছিলেন সেই হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) পিছিয়ে পড়ার অন্যতম কারণ তাঁর চোটপ্রবণতা। তারকা অলরাউন্ডার মাঝেমধ্যেই চোটের কবলে পড়েন। এবং দীর্ঘ সময়ের জন্য ছিটকে যান মাঠ থেকে। মুখ্য নির্বাচক অজিত আগরকার (Ajit Agarkar) তাই সূর্যকে (Suryakumar Yadav) নেতা বেছে নেওয়ার পর জানিয়েছিলেন, “আমরা এমন একজনকে চেয়েছিলাম যে কিনা মাঠে থাকতে পারবে।” গত দেড়-দুই বছরে সূর্যকুমারও যে একদমই চোটের কবলে পড়েন নি তা বলা চলে না। একবার গোড়ালিতে অস্ত্রোপচার হয়েছে তাঁর। দুইবার অস্ত্রোপচার হয়েছে স্পোর্টস হার্নিয়ার। কিন্তু তার জন্য কোনো সিরিজই ‘মিস’ করেন নি তিনি। দ্রুত রিহ্যাব সেরে ফিরেছেন মাঠে। সব পরিস্থিতিতে সূর্যকুমারের (Suryakumar Yadav) উপলব্ধতাও তাঁর উপর আস্থা বাড়িয়েছে টিম ম্যানেজমেন্টের।