top-5-reasons-why-gambhir-likes-surya

চট্‌জলদি সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা-

Suryakumar Yadav | Image: Getty Images
Suryakumar Yadav | Image: Getty Images

অধিনায়ক হিসেবে মগজাস্ত্রের সঠিক প্রয়োগেও তাক লাগিয়েছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। হার্দিক পান্ডিয়ার মত চাপের মুহূর্তে মাথাগরম করতে দেখা যায় না তাঁকে। বরং রোহিত বা ধোনি’র মতই ঠাণ্ডা মাথায়, পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেন তিনি। নেতা হিসেবে তাঁর দক্ষতা ঠিক কতটা তার প্রমাণ মিলেছিলো গত বছরের জুলাইতে শ্রীলঙ্কার বিরুদ্ধে একটি টি-২০তে। ক্যান্ডিতে সেই ম্যাচটি কার্যত হেরেই বসেছিলো ভারত। সিরিজ ২-১ হচ্ছে, ধরে নিয়েছিলেন অনুরাগীরা। কিন্তু পার্ট-টাইমার রিঙ্কু সিং-এর হাতে বল তুলে দিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন সূর্য। জোড়া উইকেট তুলে নেনে রিঙ্কু। শেষ ওভারে ফ্রন্টলাইন বোলারদের উপর ভরসা না রেখে নিজে হাতে বল তুলে নিয়েছিলেন তিনি। জোড়া উইকেট নেন। ম্যাচ টাই হয়। সুপার ওভারে জেতে ভারত। সূর্যের ‘আউট অফ দ্য বক্স’ ভাবনা গম্ভীরের ‘গুড বুকে’ রেখেছে তাঁকে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *