অভিজ্ঞতা ও ধারাবাহিকতা-

ভারতীয় দলে সূর্য অপরিহার্য এই মুহূর্তে। তাঁকে সেই উচ্চতায় পৌঁছে দিয়েছে তাঁর অভিজ্ঞতা ও ধারাবাহিকতা। আন্তর্জাতিক অভিষেকের আগে লম্বা সময় ঘরোয়া ক্রিকেট ও আইপিএলে দাপিয়ে খেলেছেন তিনি। কুড়ি-বিশের ক্রিকেটে চোখধাঁধানো পরিসংখ্যান তাঁর। দাপট ধরে রেখেছেন ভারতের নীল জার্সিতেও। ৮৩ ম্যাচে প্রায় ৩৯ গড়ে তিনি করেছেন ২৫৯৮ রান। চারটি শতরান ও ২১টি অর্ধশতক করে ফেলেছেন সূর্য (Suryakumar Yadav)। ২০২২-এ প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে এক ক্যালেন্ডার বর্ষে ১০০০-এর বেশী টি-২০ রানের মালিক হয়েছিলেন তিনি। ২০২২-এর অক্টোবর থেকে ২০২৪-এর মাঝামাঝি সময় পর্যন্ত আইসিসি র্যাঙ্কিং-এ ছিলেন পয়লা নম্বর ব্যাটার। দুই বার জিতেছেন আইসিসি’র টি-২০ বর্ষসেরা ক্রিকেটারের পুরষ্কার। তাঁর এই সাফল্যের কারণেই কোচ গম্ভীরের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছেন সূর্য।