top-5-reasons-why-gambhir-likes-surya

Suryakumar Yadav: ২০২৪ টি-২০ বিশ্বকাপের পর যখন রোহিত শর্মা সরে দাঁড়িয়েছিলেন কুড়ি-বিশের ক্রিকেট থেকে তখন পরবর্তী অধিনায়ক কে হবেন তা নিয়ে শুরু হয়েছিলো চর্চা। দৌড়ে অনেকটাই এগিয়ে ছিলেন হার্দিক পান্ডিয়া। রোহিত জমানায় দীর্ঘদিন সহ-অধিনায়ক পদে ছিলেন তারকা অলরাউন্ডার। এমনকি তাঁর অবর্তমানে বেশ কিছু সিরিজে নেতৃত্বও দিয়েছিলেন হার্দিক। কিন্তু সকলকে কার্যত অবাক করেই সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নাম পূর্ণ সময়ের অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়। সংবাদমাধ্যম সূত্রে জানা যায় যে কোচ গৌতম গম্ভীর ও মুখ্য নির্বাচক অজিত আগরকার-দু’জনেরই ভোট পেয়েছেন সূর্য। অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, বাংলাদেশ, ইংল্যান্ডের মত প্রতিপক্ষের বিরুদ্ধে ইতিমধ্যেই দায়িত্ব সামলেছেন তিনি। এখনও আন্তর্জাতিক আঙিনায় কোনো সিরিজ হারেন নি ‘ক্যাপ্টেন স্কাই।’ সঠিক প্রমাণিত করেছেন গম্ভীর-আগরকারদের সিদ্ধান্তকে।

যে পাঁচ কারণে সূর্য’কে ভরসা করেন কোচ গম্ভীর, সেগুলি-

সূর্যকুমারের ব্যাটিং দক্ষতা-

Suryakumar Yadav | Image: Getty Images
Suryakumar Yadav | Image: Getty Images

টি-২০ ক্রিকেটের ইতিহাসে সর্বকালের সেরা ব্যাটারদের তালিকায় নিঃসন্দেহে নাম থাকবে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav)। অভিষেকের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছিলো তাঁকে। সূর্যের আন্তর্জাতিক কেরিয়ারের বয়স পাঁচ বছরেরও কম। কিন্তু এর মধ্যেই যে উচ্চতায় নিজেকে নিয়ে গিয়েছে তাকে কুর্নিশ না করে উপায় নেয় ক্রিকেট বিশেষজ্ঞরা। তাঁর সবচেয়ে বড় ইতিবাচক দিক তাঁর উদ্ভাবনী ক্ষমতা। ইয়র্কার, স্লোয়ার হোক বা বাউন্ডার-প্রতিপক্ষের যাবতীয় অস্ত্রের অ্যান্ডিডোট যেন মজুত থাকে সূর্যকুমারের (Suryakumar Yadav) অস্ত্রভাণ্ডারে। মাঠের যে কোনো প্রান্ত দিয়ে পারেন বলকে মাঠের বাইরে পাঠাতে। কাট, পুল, ড্রাইভের মত শট যেমন দুর্দান্ত খেলেন তেমনই অনায়াস দক্ষতাই মারেন স্কুপ, র‍্যাম্প-এর মত ক্রিকেট ব্যাকরণের বাইরের শটগুলিও।

Read More: এশিয়া কাপ দলে এন্ট্রি নিচ্ছেন গিল, জায়গা হারলেন দুই গুরুত্বপূর্ণ তারকা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *