জসপ্রীত বুমরাহ-

পেসার জসপ্রীত বুমরাহ’কে (Jasprit Bumrah) একদিনের ক্রিকেট থেকে দূরে সরিয়ে দিতে পারে চোট-আঘাত। গত বছরের সেপ্টেম্বর মাস থেকে তিনি মাঠে নামতে পারছেন না পিঠের চোটের কারণে। ২০২৩ এর শুরুতে প্রত্যাবর্তনের কথা থাকলেও চোট না সারায় ফেরা হয় নি তাঁর। এরপর বারবার পিছিয়েছে প্রত্যাবর্তনের তারিখ। আইপিএল খেলার কথা থাকলেও শোনা যাচ্ছে সেখানেও খেলতে পারবেন না তিনি।
এমনকি বিশ্বকাপেও তাঁকে দেখা যাবে কিনা সে নিয়ে রয়েছে ধোঁয়াশা। ২০২৩ বিশ্বকাপের চার বছর পর রয়েছে আগামী বিশ্বকাপ। মাঝে রয়েছে দুটি টি-২০ বিশ্বকাপ। রয়েছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট প্রতিযোগিতা একটি টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপ সাইকেল। টেস্ট ও টি-২০তে মনোনিবেশ করার উদ্দেশ্যে একদিনের ক্রিকেটকে বিদায় জানাতে পারেন বুমরাহ।