TOP 5: এই ৫ ভারতীয় ক্রিকেট তারকা ২০২৩ বিশ্বকাপের পর ODI ক্রিকেটকে জানাতে পারেন বিদায় !! 1

রবিচন্দ্রণ অশ্বিন-

Ravichandran Ashwin | বিশ্বকাপ | image: Twitter
Ravichandran Ashwin can officially say goodbye to the limited overs formats after 2023 World Cup

ভারতের ২০১১ বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন রবিচন্দ্রণ অশ্বিন (Ravichandran Ashwin)। যদিও বর্তমানে তিনি সীমিত ওভারের খেলায় জাতীয় দলের থেকে বেশ কয়েক যোজন দূরে ২০২২ এর গোড়ায় শেষবার একদিনের ক্রিকেট খেলেছিলেন তিনি। ২০১৭-র পর থেকেই একদিনের ক্রিকেটে নিয়মিত নন তিনি। ২০২৩ বিশ্বকাপে প্রত্যাবর্তনের স্বপ্ন দেখতে পারেন তিনি।

যদিও ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল’রা যে রকম ফর্মে রয়েছেন তাতে ফেরা সহজ হবে না অশ্বিনের (Ravichandran Ashwin)। বিশ্বকাপগামী দলে সুযোগ না পেলে হয়ত সরকারীভাবে একদিনের ক্রিকেটকে বিদায় জানাতে পারেন তিনি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *