TOP 5: এই ৫ ভারতীয় ক্রিকেট তারকা ২০২৩ বিশ্বকাপের পর ODI ক্রিকেটকে জানাতে পারেন বিদায় !! 1

রোহিত শর্মা-

Rohit Sharma | বিশ্বকাপ | image: Twitter
Rohit Sharma can retire from ODI after 2023 World Cup

টি-২০ বিশ্বকাপ জিতলেও একদিনের ক্রিকেটের সর্বোচ্চ পুরশকার জেতা হয় নি রোহিত শর্মা’র (Rohit Sharma)। ২০২৩ সালে তাঁর কাছে সুযোগ প্রথমবারের জন্য বিশ্বকাপ জেতার। দলের অধিনায়ক হিসেবে মাঠে নামবেন রোহিত। কপিল দেব, মহেন্দ্র সিং ধোনির পর তৃতীয় ভারতীয় অধিনায়ক হিসেবে ট্রফি জিততে পারেন তিনি। ২০১৯ বিশ্বকাপে ৫ খানি শতরান করেছিলেন তিনি। কিন্তু ট্রফি জিততে পারে নি ভারত। হারতে হয়েছিলো সেমিফাইনালে।

এবার অধিনায়কোচিত পারফর্ম্যান্স দিয়ে বিশ্বজয় করতে চাইবেন তিনি। বর্তমানে তাঁর বয়স ৩৫। পরবর্তী বিশ্বকাপের সময় বয়স হবে ৩৯। সেখানে রোহিতের (Rohit Sharma) খেলার সম্ভাবনা বিশেষ নেই। ২০২৩-এর শেষেই একদিনের ক্রিকেটকে বিদায় জানাতে পারেন তিনি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *