বিরাট কোহলি-

শচীন তেন্ডুলকর নাকি বিরাট কোহলি (Virat Kohli)? সাদা বলের খেলায় ভারতের সর্বকালের সেরা খেলোয়াড় কে? এই নিয়ে রীতিমত তর্ক চলতে পারে ক্রিকেরত অনুরাগীদের মধ্যে। একদিনের খেলায় বিরাটের পরিসংখ্যান রীতিমত অবিশ্বাস্য। ২৬২ ইনিংসে করেছেন ১২৮০৯ রান। ব্যাটিং গড় ৫৭.৭। করেছেন ৪৬টি শতরান এবং ৬৪টি অর্ধশতরান। শচীনের সর্বকালীন রেকর্ড ৪৯টি ODI সেঞ্চুরি থেকে মাত্র তিন ধাপ দূরে দাঁড়িয়ে আছেন বিরাট।
২০১১ সালে বিশ্বজয়ের স্বাদ পেয়েছেন তিনি। ৩৪ বছর বয়সে দ্বিতীয় বার বিশ্বকাপ জিততে চান কোহলি। পারবেন কিনা, তা বলবে সময়। তবে এটাই যে তাঁর শেষ বিশ্বকাপ, তা একপ্রকার নিশ্চিত। কোহলি (Virat Kohli) আগেই জানিয়েছেন যে টেস্ট ক্রিকেট কেরিয়ার লম্বা করাই তাঁর মূল লক্ষ্য। লাল বলের ফর্ম্যাটে খেলা চালিয়ে যাওয়ার লক্ষ্যে একদিনের ক্রিকেটকে বিদায় জানাতে পারেন তিনি।