১৪১*, নাইরোবি, ২০০০-

অধিনায়ক হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রথম বড় পরীক্ষা ছিলো ২০০০ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি। নাইরোবিতে নজর কেড়েছিলেন তিনি। দ্বিতীয় সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ ছিলো দক্ষিণ আফ্রিকা। পোলক-ডোনাল্ড-ক্যালিস সমৃদ্ধ বোলিং লাইন-আপ’কে নিয়ে রীতিমত ছেলেখেলা করেছিলেন বেহালার বাম হাতি। শচীনের সাথে ওপেন করতে নেমেছিলেন তিনি। ৫০ ওভার শেষে সাজঘরে ফেরেন নট-আউট অবস্থায়। শচীন, দ্রাবিড়, যুবরাজ, কাম্বলিদের ফেরাতে পারলেও সৌরভকে (Sourav Ganguly) রোখার মন্ত্র সেদিন খুঁজে পায় নি প্রোটিয়ারা। ১১টি চার ও ৬টি ছক্কার সাহায্যে তিনি অপরাজিত থাকেন ১৪২ বলে ১৪১ রানের অসামান্য ইনিংস খেলে। তাঁর সৌজন্যেই ২৯৫ রান স্কোরবোর্ডে তোলে ভারত। জবাবে ব্যাট করতে নেমে ২০০তে থামে দক্ষিণ আফ্রিকা। ৫ রানের বিনিময়ে ১ উইকেট তুলে নিয়ে ফাইনালের পথ সুগম করেন খোদ অধিনায়ক।
Also Read: IND vs ENG 2nd Test: “DSP’র রোষে ইংল্যান্ড…” সিরাজের ঝুলিতে ৬ উইকেট, শুভেচ্ছায় ভাসালো সোশ্যাল মিডিয়া !!