২৩৯, বেঙ্গালুরু, ২০০৭-

২০০৭ সালে পাকিস্তানের বিরুদ্ধে শেষবার টেস্ট সিরিজ খেলেছিলো টিম ইন্ডিয়া। ব্যাট হাতে সেই সিরিজটি যেন নিজের করে নিয়েছিলেন সৌরভ। দ্বিতীয় টেস্টে ঘরের মাঠ ইডেনে শতরান করেছিলেন। এরপর চিন্নাস্বামীর তৃতীয় টেস্টে ফের একবার জ্বলে উঠেছিলেন মহারাজ। যখন মাঠে নামেন তখন ভারতের স্কোর ছিলো ৬১/৪। যুবরাজ সিং-এর সাথে জুটি বেঁধে শোয়েব আখতার-দানেশ কানেরিয়াদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন তিনি। প্রথম দিনের শেষে সৌরভ (Sourav Ganguly) অপরাজিত ছিলেন ১২৫ রানে। দ্বিতীয় দিনেও জারি রাখেন লড়াই। সঙ্গী হিসেবে পান ইরফান পাঠান’কে। দেখতে দেখতে ছুঁয়ে ফেলেন দ্বিশতকের মাইলস্টোন’ও। দানিশ কানেরিয়ার বলে আউট হওয়ার আগে ২৩৯ রানের চমৎকার ইনিংস খেলেছিলেন বাম হাতি ব্যাটার। ইনিংস সাজিয়েছিলেন ৩০টি চার ও ২টি ছক্কায়। প্রথম শ্রেণির ক্রিকেটে এটিই সৌরভের একমাত্র দ্বিশতক।