১৮৩, টনটন, ১৯৯৯-

সৌরভ গঙ্গোপাধ্যায়ের ওয়ান ডে কেরিয়ারের সেরা ইনিংসটি এসেছিলো ১৯৯৯-এর বিশ্বকাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে। প্রথম ওভারেই চামিণ্ডা ব্যাসের বলে সাজঘরে ফিরেছিলেন সৌরভের ওপেনিং পার্টনার সাদাগোপান রমেশ। ভারতের স্কোরবোর্ডে তখন মাত্র ৬ রান। এরপর রাহুল দ্রাবিড়ের সাথে জুটি বেঁধে বাইশ গজে রীতিমত দক্ষযজ্ঞ চালান বাংলার মহারাজ। মুরলী, ব্যাস, বিক্রমাসিঙ্ঘে, জয়সূর্য-শ্রীলঙ্কার বোলিং আক্রমণে তারকার অভাব ছিলো না। কিন্তু সৌরভের (Sourav Ganguly) ‘বাপি বাড়ি যা’ মেজাজের সামনে খড়কুটোর মত উড়ে যান প্রত্যেকেই। ১১৯ বলে শতরানের মাইলস্টোন ছুঁয়েছিলেন বাম হাতি ব্যাটার। এরপর গিয়ার বদলান তিনি। তাঁর ব্যাট থেকে বাকি ৮৩ রান আসে মাত্র ৩৯ বলে। ৪৯.৫ ওভারে ১৮৩ করে শেষমেশ আউট হন তিনি। ৭ ছক্কা ও ১৭টি বাউন্ডারিতে ইনিংস সাজিয়েছিলেন সৌরভ। আজও বিশ্বকাপে কোনো ভারতীয়ের খেলা সর্বোচ্চ রানের ইনিংস এটিই।