১৪৪, ব্রিসবেন, ২০০৩-

২০০১ সালে দেশের মাটিতে স্টিভ ওয়’র অস্ট্রেলিয়ার অশ্বমেধের ঘোড়ার লাগাম টেনে ধরেছিলো সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন ভারত। প্রতিপক্ষের ডেরায় সেই সাফল্য ধরে রাখতে পারবে ‘মেন ইন ব্লু’? ২০০৩-০৪ মরসুমের সিরিজের আগে ঘুরপাক খাচ্ছিলো সেই প্রশ্নই। দল’কে দিশা দেখিয়েছিলো অধিনায়কের ব্যাটই। ব্রিসবেনে সিরিজের প্রথম টেস্টে তিনি যখন মাঠে নামেন তখন টিম ইন্ডিয়ার স্কোর ছিলো ৪ উইকেটের বিনিময়ে ১২৭ রান। যথাক্রমে ১ ও ০ রান করে সাজঘরে ফিরেছিলেন ভারতীয় ব্যাটিং-এর দুই স্তম্ভ রাহুল দ্রাবিড় ও শচীন তেন্ডুলকর। এরপর ভিভিএস লক্ষ্মণকে সাথে নিয়ে ইনিংসের হাল ধরেন সৌরভ। গিলেসপি, ব্র্যাকেন, বিখেলদের বিরুদ্ধে করেন ১৪৪ রান। সৌরভের (Sourav Ganguly) সেই অসমসাহসী ইনিংস সিরিজের সুর যেন বেঁধে দিয়েছিলো। অস্ট্রেলিয়ার ঘরের মাঠে শেষমেশ ১-১ ড্র করে ভারত। ধরে রাখে বর্ডার-গাওস্কর ট্রফি।