top-5-innings-played-by-sourav-ganguly

TOP 5: ভারতের জার্সিতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) অভিষেক ১৯৯২ সালে। অস্ট্রেলিয়ার মাটিতে একটি ওয়ান ডে ম্যাচ খেলেছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। রূপকথার মত হয় নি শুরুটা। ব্যর্থ হওয়ায় ছেঁটে ফেলা হয় কলকাতার বাম হাতি’কে। দীর্ঘ অপেক্ষা শেষে ফের শিকে ছেঁড়ে ১৯৯৬ সালে। নভজ্যোত সিং সিধু অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনের সাথে সংঘাতে জড়িয়ে দেশে ফিরে আসায় ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের একাদশে জায়গা হয় সৌরভের। অনবদ্য শতরান করেন তিনি। আর পিছন ফিরে তাকাতে হয় নি তাঁকে। লম্বা কেরিয়ারে খেলেছেন ১১৩টি টেস্ট ম্যাচ। ঝুলিতে ৪২.১৭ গড়ে ৭২১২ রান। ওয়ান ডে’তে সর্বকালের সেরাদের তালিকাতেও জায়গা করে নিয়েছেন তিনি। ৩১১ ম্যাচে করেছেন ১১৩৬৩ রান। কেরিয়ারে ৩৮টি আন্তর্জাতিক শতরান করেছেন সৌরভ (Sourav Ganguly)। তাঁর মধ্যে সেরা পাঁচটির হদিশ রইলো এই প্রতিবেদনে।

Read More: বিদেশিনীর প্রেমে মজেছেন ঋষভ পান্থ, সোশ্যাল মিডিয়ায় দিলেন ভালোবাসার প্রতিক্রিয়া !!

১৩১, লর্ডস, ১৯৯৬-

Sourav Ganguly and Rahul Dravid | Image: Getty Images
Sourav Ganguly and Rahul Dravid | Image: Getty Images

লর্ডসে টসে জিতে প্রথম ফিল্ডিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন। জ্যাক রাসেলের শতরান ও গ্রাহাম থর্পের ৮৯ রানের ইনিংসের সৌজন্যে ৩৪৪ রান স্কোরবোর্ডে তোলে ইংল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার বিক্রম রাঠৌরকে খুইয়েছিলো ভারত। তিন নম্বরে নামেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় ডমিনিক কর্ক, ক্রিস ল্যুইসদের স্যুইং সামলে অনবদ্য ব্যাটিং উপহার দেন কলকাতার তরুণ। শচীন-আজহারদের মত প্রতিথযশা ব্যাটাররা সাজঘরে ফিরলেও আরেক নবাগত রাহুল দ্রাবিড়কে সাথে নিয়ে ভরসা যোগান ভারতকে। ম্যাচের তৃতীয় দিনে পেরিয়ে যান তিন অঙ্কের মাইলস্টোন। দশম ভারতীয় হিসেবে এই রেকর্ড গড়েছিলেন সৌরভ। ৩০১ বলে ১৩১ রানের ইনিংস খেলে সেদিন টিম ইন্ডিয়াকে লিড এনে দিয়েছিলেন তিনি। অভিষেকেই পেয়েছিলেন ম্যাচের সেরার পুরস্কার।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *