ব্রেট লি-

অস্ট্রেলিয়ার সর্বকালের শ্রেষ্ঠতম ফাস্ট বোলারদের তালিকায় নাম থাকবে ব্রেট লি’র (Brett Lee)। গতির তুফান তুলে প্রতিপক্ষ ব্যাটারদের ব্যাকফুটে ঠেলে দিতে সিদ্ধহস্ত ছিলেন তিনি। হলুদ জার্সিতে ৭৬টি টেস্ট, ২২১টি একদিনের ম্যাচ ও ২৫টি টি-২০ খেলেছেন তিনি। টেস্টে ৩১০, ওয়ান ডে ৩৮০ ও টি-২০তে নিয়েছেন ২৮টি উইকেট। ২০০৩ ও ২০০৭-এ ওয়ান ডে বিশ্বকাপ’ও জিতেছেন লি (Brett Lee)। বিধ্বংসী ফাস্ট বোলারেরও রয়েছে গানের শখ। দাদা শেন লি ও নিউ সাউথ ওয়েলস অঞ্চলের আরও তিন জন প্রথম শ্রেণির ক্রিকেটার-ব্র্যাড ম্যাকনামারা, গ্যাভিন রবার্টসন, রিচার্ড চে ক্যুই-এর সাথে তিনি ১৯৯৯ সালে খুলেছিলেন ‘সিক্স অ্যান্ড আউট’ নামে একটি রক ব্যান্ড। ২০০৫-এ বন্ধ হয়ে যায় সেটি। ২০২৩-এ আবার মঞ্চ মাতানো শুরু করেছেন তাঁরা। এছাড়া ভিক্টরি, আনইন্ডিয়ানের মত চলচ্চিত্রেও অভিনয় করেছেন লি।