TOP 5: বাইশ গজের বাইরেও সাবলীল এই পাঁচ ক্রিকেট তারকা, অন্য ভূমিকাতেও কেড়ে নিয়েছেন নজর !! 1

ব্রেট লি-

Brett Lee with His Band Six and Out | ক্রিকেট | Image: Twitter
Brett Lee with His Band Six and Out | Image: Twitter

অস্ট্রেলিয়ার সর্বকালের শ্রেষ্ঠতম ফাস্ট বোলারদের তালিকায় নাম থাকবে ব্রেট লি’র (Brett Lee)। গতির তুফান তুলে প্রতিপক্ষ ব্যাটারদের ব্যাকফুটে ঠেলে দিতে সিদ্ধহস্ত ছিলেন তিনি। হলুদ জার্সিতে ৭৬টি টেস্ট, ২২১টি একদিনের ম্যাচ ও ২৫টি টি-২০ খেলেছেন তিনি। টেস্টে ৩১০, ওয়ান ডে ৩৮০ ও টি-২০তে নিয়েছেন ২৮টি উইকেট। ২০০৩ ও ২০০৭-এ ওয়ান ডে বিশ্বকাপ’ও জিতেছেন লি (Brett Lee)। বিধ্বংসী ফাস্ট বোলারেরও রয়েছে গানের শখ। দাদা শেন লি ও নিউ সাউথ ওয়েলস অঞ্চলের আরও তিন জন প্রথম শ্রেণির ক্রিকেটার-ব্র্যাড ম্যাকনামারা, গ্যাভিন রবার্টসন, রিচার্ড চে ক্যুই-এর সাথে তিনি ১৯৯৯ সালে খুলেছিলেন ‘সিক্স অ্যান্ড আউট’ নামে একটি রক ব্যান্ড। ২০০৫-এ বন্ধ হয়ে যায় সেটি। ২০২৩-এ আবার মঞ্চ মাতানো শুরু করেছেন তাঁরা। এছাড়া ভিক্টরি, আনইন্ডিয়ানের মত চলচ্চিত্রেও অভিনয় করেছেন লি।

Also Read: “বাচ্চা ছেলে চুপচাপ…” কোহলিকে উস্কে দেওয়াই কাল হয়েছিল, স্মৃতিচারণ করলেন জো বার্নস !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *